Saturday, November 8, 2025

সেজে উঠেছে জুওলজিকাল পার্ক, অরন্যসুন্দরী ঝাড়গ্রামে এবার দেখা মিলবে বাঘ ও সিংহের

Date:

Share post:

অরন্যসুন্দরী ঝাড়গ্রামে এবার দেখা মিলবে বাঘ ও সিংহের। জঙ্গলমহলের অরন্যসুন্দরী ঝাড়গ্রাম জেলার উল্লেখযোগ্য জুওলজিকাল পার্ককে এবার অপরূপ সুন্দর হিসেবে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মূলত অনান্য পশু পাখিদের পাশাপাশি এবার এই পার্কে আসছে বাঘ ও সিংহ। চিতা, নেকড়ে ও হায়নার পাশাপাশি এবার রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহের দেখা মিলবে এই পার্কে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জেলা এই জঙ্গলমহলের ঝাড়গ্রাম। এবার সেই জেলারই অন্যতম চিড়িয়াখানা জুওলজিকাল পার্কটিকে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের। এর আগেও মুখ্যমন্ত্রী বহুবার এই পার্ক সাজিয়ে তোলার জন্য অর্থ বরাদ্দ করেছেন। এর ফলে পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম অন্যতম হয়ে দাঁড়িয়েছে। মূলত শাল-পিয়ালের জঙ্গলের মধ্যে এই পার্কটি তৈরি করা হয়েছে। তবে এই পার্কের আরও আকর্ষণীয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের বন বিভাগের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই পার্কটিকে পরিদর্শন করেন। আগামী বছর থেকে পুরোদমে কাজ শুরু হবে। ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের আনন্দ দিতে ও আগ্রহ বাড়িয়ে তুলতে এই উদ্যোগ। এই জায়গাটা সাজিয়ে তুলতে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

জেলার এক পশুপ্রেমী বিশ্বরূপ মল্লদেব জানিয়েছেন, “এতে বেশি সংখ্যক পর্যটক বাড়বে এই পার্কে, পর্যটকরা জঙ্গলমহলমুখী হবেন, জেলার পর্যটন কে সমৃদ্ধ শালী করতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এর ফলে পর্যটন ব্যবসা আরও চাঙ্গা হবে।”

আরও পড়ুন- ভয়ঙ্কর কাণ্ড বিজেপি-শাসিত ওড়িশায়! মৃতের অঙ্গপাচার কটকের হাসপাতালে

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...