Tuesday, November 4, 2025

ফের এক জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রের। অ্যাজমা, টিবি, হাঁপানি, থ্যালাসেমিয়া, গ্লুকোমা সহ একাধিক জরুরি ওষুধের দাম এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল মোদি সরকার (Modi Government)। চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মানুষের উন্নয়নের স্বার্থে কোনও পদক্ষেপই করছে না তার প্রমাণ মিলল এনডিএ নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকারের নয়া সিদ্ধান্তে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এবং ইন্ডিয়া জোটের সরব হওয়ার কারণে স্বাস্থ্য বিমা-জীবন বিমার ক্ষেত্রে জিএসটি সংক্রান্ত ছাড়ের খবর মিললেও, ওষুধের জন্য দেশের আমজনতার খরচ বাড়তে চলেছে অনেকটাই।

ন্যাশানাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি (NFPA ) ওষুধের দাম বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বলে খবর। মেডিসিন কোম্পানিগুলো জানিয়েছে যে, ওষুধ তৈরি করতে যে উপাদান প্রয়োজন তার জন্য খরচ অনেকটা বেড়ে যাচ্ছে সেই কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষের উপর এইভাবে চাপ সৃষ্টি করার কোনও যৌক্তিকতা নেই বলেই মনে করছে চিকিৎসক মহলের একাংশ। ভারতবর্ষের মতো দেশে হাঁপানি, হার্টের ওষুধ, সুগার কিংবা চোখের ওষুধের চাহিদা সবথেকে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে পাইলোকারপাইন, অ্যাট্রোপিনের মতো ওষুধের দাম বাড়ানো বা থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত ডিফেরক্সামিনের মূল্যবৃদ্ধি কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। এক্ষেত্রে চিকিৎসকদের তরফে সিদ্ধান্ত বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version