দ্বিতীয় ইনিংসে লড়াই করেও হল না শেষরক্ষা। নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের । এদিন বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া। ব্যর্থ গেল সরফরাজ কাহ্ন, ঋষভ পন্থের ইনিংস। কাল হয়ে দাঁড়াল ভারতের প্রথম ইনিংসে ৪৬ রান। যা ভারতের হারের অন্যতম কারণ। এই জয়ের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ৪৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করে কিউরা। ভারত পিছিয়ে থাকে ৩৫৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থরা। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করে টিম ইন্ডিয়া। ১৫০ রান করেন সরফরাজ খান। ৯৯ রান করান ঋষভ পন্থ। ৭০ রান করেন বিরাট কোহলি। কিউইদের জয়ে জন্য দরকার ছিল ১০৭ রান। আর রোহিতদের প্রয়োজন ছিল ১০ উইকেট। কিন্তু এদিন ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১১০ রান তুলে নেন কিউয়িরা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাপট দেখান রাচিন রবীন্দ্র। ৩৯ রানে অপরাজিত তিনি। ম্যাচের সেরাও রবীন্দ্র। টিম ইন্ডিয়ার হয়ে ২ উইকেট যশপ্রীত বুমরাহ-এর। এই জয়ের ফলে তিম ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল কিউইরা।

আরও পড়ুন- ‘ডার্বিতে চাই বাঙালি ফুটবলার’, বড় ম্যাচে গ্যালারিতে সমর্থকদের আবেগের টিফো
