Friday, August 22, 2025

মুখ্যসচিবের (Chief Secretary) অনুরোধ মানছেন না জুনিয়র চিকিৎসকরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েও অনশন (hunger strike) না তোলার দাবিতেই অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। রবিবার জেনারেল বডি বৈঠক (GB meeting) শেষে জানালেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। বৈঠকের জন্য কোনও শর্ত তাঁরা মানবেন না বলে জুনিয়র চিকিৎসকরা যে দাবি রবিবার করলেন, তার পরে ফের সোমবার নবান্নের বৈঠক ঘিরে ফের জটিলতা বাড়ালেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতদিন যে জুনিয়র চিকিৎসকরা নিজেরা বারবার বৈঠকের আগে একের পর এক শর্ত দিয়েছেন, এবার তাঁরা সরকারের শর্ত সরাসরি ‘না’ জানিয়ে দিলেন।

বারবার হুমকির মুখে রাজ্য সরকারকে দাবি মানতে বাধ্য করা জুনিয়র চিকিৎসকরা কার্যত ভুলে গেলেন নিজেদের শর্তের কথা। তাঁদের সুস্থতা ও শুভ কামনায় যেভাবে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এগিয়ে এসেছেন শনিবারও তার ব্যতিক্রম হয়নি। অনশন মঞ্চে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary) কথা বলার জন্য পাঠালেও মুখ্যমন্ত্রী নিজে ফোনে কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি বাদ দিয়ে সব দাবিই মেনে নেওয়া হয়েছে। এরপর তাঁদের দ্রুততার সঙ্গে সোমবার নবান্নে (Nabanna) বৈঠকেও ডাকেন তিনি।

সেই বৈঠকে যোগ দেওয়া নিয়ে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেনারেল বডি মিটিং করেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে নবান্নে বৈঠকে যোগ দেওয়ার দাবি জানিয়েও নিজেদের জেদে অনমনীয় থাকেন তাঁরা। দেবাশিস হালদার জানান, বৈঠকে যোগ দেওয়ার কোনও পূর্ব শর্ত তাঁরা মানবেন না। তাঁদের সাথীরা আরও দুদিন অনশনে (hungers strike) থাকতে পারবেন। তবে বৈঠকের আগে অনশন উঠবে না। বৈঠকের ফলাফল যা-ই হোক তারপর যে অনশন উঠবে তার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। বৈঠকে নেতিবাচক ফল হলে সর্বাত্মক ধর্মঘটের পথে যাবেন বলে জানান জুনিয়র চিকিৎসকরা। তখন অনশন তুলেই কর্মসূচিতে যোগ দেবেন ধর্মতলায় থাকা চিকিৎসকরা।

তবে সরকারের অনুরোধে সরাসরি না বলা জুনিয়র চিকিৎসকরা এদিন ভুলে গেলেন আর জি করা আন্দোলন নিয়ে যতবার নবান্নের ডাকা বৈঠকে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, শর্ত (condition) তাঁরাই দিতেন। এক্ষেত্রে নবান্নের (Nabanna) মেলে যে দশজন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, তা তাঁরা মানবেন কিনা তাও জানানো হয়নি। ফলে একাংশের বিশেষজ্ঞরা মনে করছেন অনশন না তোলার বার্তা দিয়ে ফের জটিলতা বাড়ালেন জুনিয়র চিকিৎসকরা। যার প্রতিফলন সোমবার বৈঠকের আগে দেখা যেতে পারে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version