শনিবার ভোর রাতে পা রেখেছেন , আর তারপরই কোচের দায়িত্ব নিয়ে একেবারে নেমে পড়েছিলেন ডার্বির মহারণে। তবে তাঁর ছোঁয়ায় ইস্টবেঙ্গল এফসি রাতারাতি বদলে না গেলেও, দলের রোগ ধরে ফেললেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন অস্কার ব্রুজোন। এলেন দলের পারফরম্যান্স দেখলেন, আর ধরে ফেললেন দলের অসুখ।

গতকাল আইএসএল-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই ম্যাচে বাগানের কাছে ২-০ গোলে হারে লাল-হলুদ। আর এই হারের কারণ হিসাবে দলের আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে বলে মনে করছেন তিনি। ম্যাচ শেষে ব্রুজো বলেন, “ আমাদের দলে আক্রমণাত্মক মনোভাবের অভাব আছে, তীব্রতার অভাব আছে, এবং মাঝেমধ্যে আমরা আক্রমণে ওঠায় ভুল করছি। মোহনবাগান দক্ষতায় ও শারীরিকভাবে আমাদের চেয়ে এগিয়ে। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদের মধ্যে কয়েকজন ভারতীয় দলে খেলে।“ এরপরই লাল-হলুদ কোচ বলেন, “ মানসিকভাবে আমাদের উন্নতি করতে হবে। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। এএফসি চ্যালেঞ্জ কাপের পরে আমাদের ১৫ দিনের প্রস্তুতির সময় থাকবে। তারপরে ইস্টবেঙ্গল এফসি-র আসল চেহারা দেখতে পাবেন।“
এখনও পর্যন্ত আইএসএল-এ জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। টানা পাঁচ ম্যাচে হার ইস্টবেঙ্গলের। এই পরিস্থিতিতে দল ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অস্কার। পাশাপাশি কোচের দায়িত্ব নিয়ে পরবর্তী লক্ষ্যও জানিয়ে দিলেন তিনি। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “ অবশ্যই সম্ভব। আমি জানি ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত কোনও দিন আইএসএলে প্রথম ছয়ে শেষ করতে পারিনি। তাই আগের মরশুম গুলোয় দল ব্যর্থ হয়েছে বলেই ধরে নেব। তাই আমাদের লক্ষ্য প্লে-অফ নয়, প্রথম দুই-তিনে শেষ করা। আমরা যে ব্যর্থ হয়েছি সেটা কোনও ভাবেই লুকাতে চাই না। সত্যিটা মেনে নেওয়াই ভাল। সবে এলাম। একটু সময় দিলে মনে হয় ঠিক হয়ে যাবে সব।“

আরও পড়ুন- কিউইদের কাছে প্রথম টেস্টে হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে ধাক্কা ভারতের
