Sunday, August 24, 2025

দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার ‘মৃত’ মহিলার, খুনের দায়ে জেল খাটছেন স্বামী!

Date:

Share post:

স্ত্রীকে পণের জন্য খুন করার শাস্তিতে জেল খাটছেন স্বামী। এই খবর নতুন নয়। প্রায়ই শোনা যায় এমন ঘটনা। কিন্তু যাঁকে খুনের দায়ে স্বামী কারাদণ্ড ভোগ করছেন, তিনি যদি জীবিত থাকেন! চমক এখানেই শেষ নয়। সকলের চোখে মৃত স্ত্রী নতুন করে সংসার করছেন তাঁর নতুন স্বামীর সাথে। এমন ঘটনার কাছে হার মানতে পারে টানটান চিত্রনাট্য বা উপন্যাস। বিহারের (Bihar) ভোজপুর (Bhojpur) জেলার এই খবরটি সামনে আসতেই হতবাক সকলে।

বিয়ের পর থেকে প্রায় মারধর করতেন স্বামী (Husband)। তা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাঁর বাবা-মায়ের ঘরে ফিরে যান স্ত্রী (Wife) ধর্মশীলা দেবী। এদিকে দু’মাস কাটতে মা মারা যান ধর্মশীলার। এতে ফের নতুন সমস্যা আসে তাঁর জীবনে। বাবা ‘কুনজরে’ দেখতে শুরু করে ধর্মশীলাকে বলে অভিযোগ। শ্বশুর বাড়িতে স্বামীর নির্যাতন, অন্য দিকে বাবার কীর্তিতে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণী। আর এরপর গল্পে আসে টুইস্ট। নায়কের মত এক ব্যক্তি শেষ মুহূর্তে প্রাণ বাঁচান ধর্মশীলার। এরপরই এই ব্যক্তি ধর্মশীলাকে একটি মন্দিরে গিয়ে বিয়েও করেন।

এদিকে খোঁজাখুঁজির পরও ধর্মশীলার সন্ধান না পেয়ে তাঁর বাবা অবধ বিহারী ধর্মশীলার স্বামী দীপক, শ্বশুর প্রমোদ সিং এবং শ্যালক রবিশঙ্করের বিরুদ্ধে খুনের মামলা (attempt to murder case) দায়ের করেন। ৩১ অক্টোবর ২০২০ সোন নদীর তীরে একটি মৃতদেহ খুঁজে পায় পুলিশ, যেটিকে অবধ বিহারী সিং তাঁর মেয়ে ধর্মশিলা দেবী হিসাবে চিহ্নিত করেছিলেন। পরে পুলিশ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তও করে। ফলে খুনের অভিযোগে ধর্মশিলা দেবীর প্রথম স্বামী দীপককেও জেলে (Arrested) পাঠিয়েছিল পুলিশ।

এর পর কেটে গিয়েছে ৪ বছর! হঠাৎ পুলিশ দেখতে পায় ধর্মশীলাকে। হতবাক পুলিশ! তিনি তো জীবিত! পুলিশ সূত্রে খবর, এরপর সেই দিনের কথা খুলে বলেন ধর্মশীলা দেবী। একদিকে স্বামীর অত্যাচার (Accused) এবং অন্যদিকে বাবার কুনজরের কারণেই ধর্মশীলা আত্মহত্যার পথ বেছে নিয়ে রেল ট্র্যাকে হাঁটা শুরু করেন। সামনে থেকে ট্রেন আসতে দেখে ধর্মশীলাকে নায়ক হয়ে বাঁচান এক যুবক। এরপর যুবকের সাথে কথা বলে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সড়ে আসেন সে। এরপর ধর্মশীলাকে, গাঙ্গীতে অবস্থিত বিশ্বকর্মা মন্দিরে বিয়ে করে আরাতে বসবাস শুরু করেন সেই যুবক। এদিকে জীবিত স্ত্রী কে খুনের দায়ে জেল খাটছিল বেচারা স্বামী!

ইতিমধ্যে পুলিশ ধর্মশীলাকে উদ্ধার করে এবং আদালতে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করার পর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করান। ১৭ অক্টোবর টাউন থানার পুলিশ মীরগঞ্জ মহল্লা থেকে ধর্মশীলাকে উদ্ধার করে চৌরি থানায় হস্তান্তর করে। এবিষয়ে ধর্মশালা দেবী জানান- “বাবা মিথ্যা এফআইআর নথিভুক্ত করেছেন। পুলিশ মীরগঞ্জে আমার বাড়িতে এসে আমাকে থানায় নিয়ে যায়। আমার বাবা আমার প্রথম স্বামীকে মিথ্যা বলে, অন্য মহিলার মৃতদেহকে আমার মনে করে, মিথ্যা এফআইআর দায়ের করে। আমি আরা মীরগঞ্জের বাসিন্দা অজয় কাহারকে বিয়ে করেছি। আমার দুই সন্তান আছে।”

spot_img

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...