Saturday, August 23, 2025

দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার ‘মৃত’ মহিলার, খুনের দায়ে জেল খাটছেন স্বামী!

Date:

স্ত্রীকে পণের জন্য খুন করার শাস্তিতে জেল খাটছেন স্বামী। এই খবর নতুন নয়। প্রায়ই শোনা যায় এমন ঘটনা। কিন্তু যাঁকে খুনের দায়ে স্বামী কারাদণ্ড ভোগ করছেন, তিনি যদি জীবিত থাকেন! চমক এখানেই শেষ নয়। সকলের চোখে মৃত স্ত্রী নতুন করে সংসার করছেন তাঁর নতুন স্বামীর সাথে। এমন ঘটনার কাছে হার মানতে পারে টানটান চিত্রনাট্য বা উপন্যাস। বিহারের (Bihar) ভোজপুর (Bhojpur) জেলার এই খবরটি সামনে আসতেই হতবাক সকলে।

বিয়ের পর থেকে প্রায় মারধর করতেন স্বামী (Husband)। তা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাঁর বাবা-মায়ের ঘরে ফিরে যান স্ত্রী (Wife) ধর্মশীলা দেবী। এদিকে দু’মাস কাটতে মা মারা যান ধর্মশীলার। এতে ফের নতুন সমস্যা আসে তাঁর জীবনে। বাবা ‘কুনজরে’ দেখতে শুরু করে ধর্মশীলাকে বলে অভিযোগ। শ্বশুর বাড়িতে স্বামীর নির্যাতন, অন্য দিকে বাবার কীর্তিতে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণী। আর এরপর গল্পে আসে টুইস্ট। নায়কের মত এক ব্যক্তি শেষ মুহূর্তে প্রাণ বাঁচান ধর্মশীলার। এরপরই এই ব্যক্তি ধর্মশীলাকে একটি মন্দিরে গিয়ে বিয়েও করেন।

এদিকে খোঁজাখুঁজির পরও ধর্মশীলার সন্ধান না পেয়ে তাঁর বাবা অবধ বিহারী ধর্মশীলার স্বামী দীপক, শ্বশুর প্রমোদ সিং এবং শ্যালক রবিশঙ্করের বিরুদ্ধে খুনের মামলা (attempt to murder case) দায়ের করেন। ৩১ অক্টোবর ২০২০ সোন নদীর তীরে একটি মৃতদেহ খুঁজে পায় পুলিশ, যেটিকে অবধ বিহারী সিং তাঁর মেয়ে ধর্মশিলা দেবী হিসাবে চিহ্নিত করেছিলেন। পরে পুলিশ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তও করে। ফলে খুনের অভিযোগে ধর্মশিলা দেবীর প্রথম স্বামী দীপককেও জেলে (Arrested) পাঠিয়েছিল পুলিশ।

এর পর কেটে গিয়েছে ৪ বছর! হঠাৎ পুলিশ দেখতে পায় ধর্মশীলাকে। হতবাক পুলিশ! তিনি তো জীবিত! পুলিশ সূত্রে খবর, এরপর সেই দিনের কথা খুলে বলেন ধর্মশীলা দেবী। একদিকে স্বামীর অত্যাচার (Accused) এবং অন্যদিকে বাবার কুনজরের কারণেই ধর্মশীলা আত্মহত্যার পথ বেছে নিয়ে রেল ট্র্যাকে হাঁটা শুরু করেন। সামনে থেকে ট্রেন আসতে দেখে ধর্মশীলাকে নায়ক হয়ে বাঁচান এক যুবক। এরপর যুবকের সাথে কথা বলে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সড়ে আসেন সে। এরপর ধর্মশীলাকে, গাঙ্গীতে অবস্থিত বিশ্বকর্মা মন্দিরে বিয়ে করে আরাতে বসবাস শুরু করেন সেই যুবক। এদিকে জীবিত স্ত্রী কে খুনের দায়ে জেল খাটছিল বেচারা স্বামী!

ইতিমধ্যে পুলিশ ধর্মশীলাকে উদ্ধার করে এবং আদালতে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করার পর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করান। ১৭ অক্টোবর টাউন থানার পুলিশ মীরগঞ্জ মহল্লা থেকে ধর্মশীলাকে উদ্ধার করে চৌরি থানায় হস্তান্তর করে। এবিষয়ে ধর্মশালা দেবী জানান- “বাবা মিথ্যা এফআইআর নথিভুক্ত করেছেন। পুলিশ মীরগঞ্জে আমার বাড়িতে এসে আমাকে থানায় নিয়ে যায়। আমার বাবা আমার প্রথম স্বামীকে মিথ্যা বলে, অন্য মহিলার মৃতদেহকে আমার মনে করে, মিথ্যা এফআইআর দায়ের করে। আমি আরা মীরগঞ্জের বাসিন্দা অজয় কাহারকে বিয়ে করেছি। আমার দুই সন্তান আছে।”

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version