Sunday, August 24, 2025

“অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। আমি এখন ভাল আছি” প্রায় পুরো টকটকের লাল ডান চোখের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আমেরিকার বাল্টিমোর শহরে জন হপকিনস হাসপাতালে কদিন আগেই ফের অভিষেকের ডান চোখে অস্ত্রোপচার হয়েছে। সেই কয়েকটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছিল। সোমবার রাতে নিজেই ছবি পোস্ট করে চোখের অবস্থা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০১৬ সালের ১৬ অক্টোবর মুর্শিদাবাদে সভা করে ফেরার সময়ে হুগলিতে জাতীয় সড়কের উপর অভিষেকের গাড়ি উল্টে যায়। চোখে মারাত্মক আঘাত পান তিনি। কলকাতার নার্সিংহোমে চিকিৎসা করে নিরাময় হয়নি। পরে হায়দরাবাদে গিয়ে চোখের চিকিৎসা করান অভিষেক (Abhishek Bandyopadhyay)। এর পর চিকিৎসার জন্য যান আমেরিকায়। লোকসভা নির্বাচনের পরে বিশেষ দলীয় কর্মসূচি ছাড়া খুব একটা দেখা যায়নি অভিষেককে। তখনই জানা গিয়েছিল, চোখের সমস্যা ফের বেড়েছে তাঁর। ডাক্তারের পরামর্শেই চলছেন। এই মাসের প্রথমেই তিনি ফের আমেরিকা যান চোখের চিকিৎসায়।

এদিন নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) নিজের ডান চোখের ছবি পোস্ট করেন অভিষেক। টকটকে লাল চোখ দেখলে বোঝাই যাচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানানোয় সকলকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লেখেন, “২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে আমার দৃষ্টি নিয়ে লাগাতার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই নিয়ে অষ্টমবার অস্ত্রোপচার হল। আপনাদের জানাতে পেরে ভাল লাগছে যে, অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। আমি এখন ভাল আছি।” একই সঙ্গে তিনি জানান, “আমি সেরে উঠছি। তবে অস্ত্রোপচারের পরে কিছু নিয়ম ও সতর্কতা মেনে চলতে হচ্ছে। আপনাদের সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”







Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version