Monday, November 10, 2025

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই অনশন প্রত্যাহারের ঘোষণা জুনিয়র ডাক্তারদের

Date:

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শেষ পর্যন্ত আমরণ অনশনের কর্মসূচি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনকারী চিকিৎসকেরাও অনশনের পথ থেকে সরলেন। এরই সঙ্গে আগামিকালের স্বাস্থ্য ধর্মঘটের ডাকও প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। টানা ১৭  দিন অনশন চলার পর শেষ পর্যন্ত নমনীয় হলেন জুনিয়র চিকিৎসকরা। তবে অনশন উঠলেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ডাক্তাররা। আগামী শনিবার আরজি কর হাসপাতালে গণ কনভেনশনের ডাক দিয়েছেন তারা।

এদিন  নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কর্তাদের ২ ঘণ্টা বৈঠক করেন  জুনিয়র ডাক্তারদের ১৭ প্রতিনিধি। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অভিভাবকের মতো জুনিয়র ডাক্তারদের সব দাবি দাওয়া মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগ দাবি আগেও মেনেছিলেন এবারও মানলেন। বাম জমানার সঙ্গে তফাতটা সুস্পষ্ট। টাস্কফোর্সের ভূমিকা, কলেজ লেভে মনিটরিং কমিটি, ছাত্র নির্বাচন-সহ একাধিক বিষয়ে ডাক্তার ফ্রন্টের সঙ্গে সহমত পোষণ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানাতে ভুললেন না যেভাবে সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী এ-রাজ্যের হাসপাতালে শুধু তুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না বলে সর্বসমক্ষে বাংলাকে হেয় করেছেন তা অনুচিত। একথা যে ঠিক নয় তা মানতে বাধ্য হলেন জুনিয়র ডাক্তাররাও। এরপরেই জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করে কাজে ফেরার কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তাদের আমরণ অনশনের কর্মসূচী প্রত্যাহারের কথা জানান জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি আগামিকালের স্বাস্থ্য ধর্মঘটের ডাকও তারা প্রত্যাহার করেন। জুনিয়র জাক্তারদের অনশন প্রত্যাহার ও স্বাস্থ্য ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ডাক্তারদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এটা ভালো সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো ডাক্তারদের কথা শুনেছেন। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বিজেপি শাসিত সমস্ত রাজ্যের থেকে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে চেষ্টা করে যাচ্ছেন।

আরও পড়ুন- কাঠগড়ায় ডাক্তাররা! এবার মৃত্যু হল সন্তানসম্ভবা স্ত্রীর, চিকিৎসা হয়নি দাবি স্বামীর

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version