জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে শুনতে হয়েছিল ‘গো ব্যাক’। এবার সেই আন্দোলনকে ‘ভরতনাট্যম’ বলে কটাক্ষ করলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর অভিযোগ, জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে সমস্যায় পড়ছেন রোগীরা। আন্দোলনের তীব্র সমালোচনা বলে বিজেপি সাংসদের অভিযোগ, এই আন্দোলনের পিছনে রয়েছে বাম-অতিবাম সংগঠনগুলি।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) অভিযোগ, “রোগীরা হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।” নাম না করে এই আন্দোলন নিয়ে বামেদের দিকে আঙুল তুলেছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে আমি তার নাম করছি না। ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন এরা অরাজনৈতিক নন। এদের পিছনে আছে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠী তারাই ডাক্তারদের আন্দোলনকে চালাচ্ছে।” ডাক্তারদের এই আন্দোলনকে জনবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রাক্তন বিচারপতির দাবি, আদালতে এক মিনিটের মধ্যে এই আন্দোলনে স্টে হয়ে যাবে।
আর জি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে গো ব্যাক স্লোগান শুনে ফিরতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি (BJP) সাংসদ বলেন, “এরা নিজদের স্বার্থে আন্দোলনকে চালিত করতে গিয়ে আমাকে গো ব্যাক বলেছে অথবা আমাদের অন্য কাউকে গো ব্যাক বলেছে। অথচ সিপিএমের বহু নেতাদের বা নকশালদের বেশ কয়েকজন নেতাকে তাদের আন্দোলনে দেখা গিয়েছে।”