Wednesday, November 5, 2025

‘ডানা’ সতর্কতা: রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রের

Date:

Share post:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে তা বাংলা ও ওড়িশার উপকূল এলাকায় আছড়ে পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। সেই ঘূর্ণিঝড় ‘ডানা’র (cyclone Dana) পূর্বাভাস পাওয়ার পরই তৎপর রাজ্য সরকার। সাগরে সতর্কতা জারি করার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (National Disaster Management department)। এই পরিস্থিতিতে কেন্দ্রের হঠাৎ তৎপরতা দেখা গেল কেন্দ্রের সরকারের তরফে। বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) উপস্থিত থাকার বার্তা দেওয়া হল। তিন রাজ্য নিয়ে সোমবার বৈঠক করবেন কেন্দ্রের সচিব।

বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠকের আয়োজন করেছে কেন্দ্র। সেখানে রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary) কাছে রাজ্যের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে যোগ দিতে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশার (Odisha) মুখ্যসচিবদেরও। যেহেতু ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব ওড়িশা (Odisha) ও বাংলার উপকূলে সব থেকে বেশি প্রভাব ফেলতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান, সেই সঙ্গে প্রভাবিত হওয়ার সম্ভাবনা অন্ধ্রপ্রদেশেরও (Andhra Pradesh)। ফলে তিন রাজ্যকেই প্রস্তুত রাখা হচ্ছে। তিন মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক (virtual meeting) করবেন কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী। সোমবার দুপুর ৩টেয় এই বৈঠক।

গত বছর বা তার আগের দুবছর বাংলার কোনও বিপর্যয়ে কোনও সাহায্য় কেন্দ্রের থেকে পাওয়া যায়নি। সমালোচনার পরে বিগত বিপর্যয় পেরিয়ে যাওয়ার পরে কিছু সাহায্য দিলেও রাজ্যের সরকার আর্থিকভাবে তার আগেই সব পরিস্থিতি সামলে নিয়েছিল। বুধবার বা বৃহস্পতিবার যে ঘূর্ণিঝড় প্রায় ১৩৫ কিমি বেগে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে তা বাংলার উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে বর্তমানে বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এর গতিবেগ হতে পারে ৯০ থেকে ১২০ কিলোমিটার। সেক্ষেত্রে উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা থেকে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলেই আশঙ্কা আবহাওয়া দফতরের।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...