উপাচার্য নিয়োগ নিয়ে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে আপাতত সেভাবেই চলুক।
রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার নিয়োগ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট যার মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই শুরু হয়েছে উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এই পর্যায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগের মামলা ওঠে।