Thursday, August 21, 2025

উপাচার্য নিয়োগ নিয়ে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে আপাতত সেভাবেই চলুক।

রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার নিয়োগ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট যার মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই শুরু হয়েছে উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এই পর্যায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগের মামলা ওঠে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হস্তক্ষেপ করলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলুক। এই মামলার আগামী শুনানি রয়েছে ৯ ডিসেম্বর। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফার ইন্টারভিউ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এরপর দীপাবলীর জন্য ছুটি থাকবে। তারপর পুনরায় দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর থেকে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় কুড়ির বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারী কে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি। এই সার্চ কমিটিই ইন্টারভিউর মাধ্যমে উপাচার্যদের বেছে নেবেন।









Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version