Wednesday, November 12, 2025

উপাচার্য নিয়োগ নিয়ে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে আপাতত সেভাবেই চলুক।

রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার নিয়োগ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট যার মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই শুরু হয়েছে উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এই পর্যায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগের মামলা ওঠে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হস্তক্ষেপ করলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলুক। এই মামলার আগামী শুনানি রয়েছে ৯ ডিসেম্বর। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফার ইন্টারভিউ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এরপর দীপাবলীর জন্য ছুটি থাকবে। তারপর পুনরায় দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর থেকে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় কুড়ির বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারী কে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি। এই সার্চ কমিটিই ইন্টারভিউর মাধ্যমে উপাচার্যদের বেছে নেবেন।









Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version