Sunday, May 4, 2025

উপাচার্য নিয়োগ নিয়ে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে আপাতত সেভাবেই চলুক।

রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার নিয়োগ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট যার মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই শুরু হয়েছে উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এই পর্যায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগের মামলা ওঠে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হস্তক্ষেপ করলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলুক। এই মামলার আগামী শুনানি রয়েছে ৯ ডিসেম্বর। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফার ইন্টারভিউ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এরপর দীপাবলীর জন্য ছুটি থাকবে। তারপর পুনরায় দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর থেকে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় কুড়ির বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারী কে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি। এই সার্চ কমিটিই ইন্টারভিউর মাধ্যমে উপাচার্যদের বেছে নেবেন।









Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version