Wednesday, August 20, 2025

ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন লাল-হলুদের নতুন কোচ

Date:

আইএসএল-এ টানা পাঁচ ম্যাচে হার। এমন অবস্থায় আগামিকাল ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। অয়াওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সদ্য দলের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো। গতকাল থেকেই গোটা দল নিয়ে অনুশীলনে নেমে পড়েন অস্কার। ডার্বির দিন গোটা দলের পারফরম্যান্স দেখেছেন, দেখেই তিনি নাকি ধরে ফেলেছেন লাল-হলুদ দলের রোগ। সেই রোগ সারিয়ে পরবর্তি ম্যাচে নামার কথা জানালেন ইস্টবেঙ্গল কোচ। পাশাপাশি পাঁচ ম্যাচের হার ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাই বললেন অস্কার ব্রুজো।

এদিন সাংবাদিক সম্মেলনে লাল-হলুদের নতুন কোচ বলেন, “ শেষ পাঁচ ম্যাচ নিয়ে ভাবতে চাই না। ওটা অতীত। আগামিকাল নতুন করে শুরু করতে চাই। নতুন ম্যাচ দিয়ে। ওড়িশা শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে ভাল ফলাফল করাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের প্রথম জয়ের জন্যই ঝাপাব।“

শেষ কয়েক ম্যাচে দলের ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। সেই কথা শোনা গেল অস্কারের গলাতেও। ইতিমধ্যে নতুন ফিজিক্যাল ট্রেনার হিসাবে লাল-হলুদে যোগ দিয়েছেন জাভিয়ের স্যাঞ্চেজ । অস্কার বলেন, “ দলের ফিটনেস একেবারে তলানিতে। মানসিক দিক থেকেও অনেক ভেঙে পড়েছে দল। সেই মেরামতি করে এগিয়ে যাওয়াই লক্ষ্য আমাদের।“

এদিকে সোমবার ওড়িশা এফসির বিরুদ্ধে ভুবনেশ্বরে খেলতে যাওয়ার আগে সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাক্টিস মাঠে প্রায় দেড় ঘন্টা অনুশীলন করে ইস্টবেঙ্গল। শুরুতে প্রায় ১৫ মিনিট ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন অস্কার। সেখানে অস্কারের প্রথম নির্দেশই ছিল মানসিকভাবে ফিট হয়ে ওঠা। আর তাই মাঠে নেমে একাধিক মজার খেলার মাধ্যমে খেলোয়াড়দের চার্জড আপ করান নতুন ফিটনেস কোচ জাভিয়ের স্যাঞ্চেজ। এরপর আক্রমণভাগকে নিয়ে কাজ করেন অস্কার।

আরও পড়ুন- সরফরাজের ফিটনেসের ওপর নজর পন্থের, দিয়েছেন বিশেষ রাঁধুনি


Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version