Friday, August 29, 2025

JPC-র বৈঠকে তুমুল উত্তেজনা: অভিজিতের সঙ্গে বচসা, কাচের বোতল ভেঙে হাত কাটল কল্যাণের

Date:

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুমুল উত্তেজনা। বোতল ছোড়াছড়ি, কাচের বোতল ভেঙে হাত কাটল তৃণমূল (TMC) নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। সূত্রের খবর, মঙ্গলবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত JPC বৈঠকে BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) সঙ্গে তুমুল বচসা বাধে কল্যাণের (Kalyan Banerjee)। পরিস্থিতি চরমে উঠলে বোতল ছোড়াছুড়ি শুরু হয়। সেই সময়, একটি কাচের জলের বোতল ভেঙে হাত কাটে তৃণমূল সাংসদের। তাঁর হাতে চারটি সেলাই করতে হয়। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বৈঠক বন্ধ হয়ে যায়। জেপিসি থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পেশ হলেও এবার আর সংখ্যাতত্বের জোরে তা পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার। বিরোধীদের আপত্তির জেরে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে (JPC) পাঠানো হয়েছে। ৩১ সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার। চেয়ারপার্সন হয়েছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। সেই কমিটির বৈঠকেই এদিন বিজেপি সাংসদ অভিজিতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কল্যাণের। এই সময়েই বিরোধী শিবিরকে আক্রমণ করেন নিশিকান্ত দুবে, অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপির সাংসদরা৷ দেশের সামগ্রিক উন্নয়নকে মাথায় না রেখেই সংখ্যালঘু তোষণের কাজ করছে বিরোধী শিবির, অভিযোগ করেন তাঁরা৷ এই মন্তব্যের প্রতিবাদে সরব হন কমিটির সদস্য বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সংসদীয় সূত্রের দাবি, সেই সময়েই কল্যাণ ও অভিজিতের মধ্যে বচসা তৈরি হয়৷ বাংলার শাসকদল তৃণমূলকে উদ্দেশ্য করে ছাপার অযোগ্য কটুক্তি করেন বিজেপি সাংসদ অভিজিত্‍, এমনই দাবি সূত্রের৷ বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বাংলার জনতার রায়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, পরপর তিনবার বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গবাসী-সাফ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ সংসদীয় সূত্রের অভিযোগ, এর পরেও ফের বাংলার শাসকদলকে উদ্দেশ্য করে কটুক্তি করেন বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়৷ এই সময়েই ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ। পরিস্থিতিতে চরমে পৌঁছলে বোতল ছোড়াছুড়ি হয়। তাতে হাত কাটে কল্যাণের। চারটি সেলাই দিতে হয়েছে।

বৈঠক থেকে বেরিয়ে যান তৃণমূল সাংসদ। ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি তাঁকে ধরে নিয়ে বের হন। পাশে ছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। সেখান থেকে বেরিয়ে স্যুপ খেতে দেখা যায় তাঁদের। জেপিসি থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যদিও এই বিষয় নিয়ে কোনও পক্ষই এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।







Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version