Sunday, November 9, 2025

‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ, ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম:  সুজিত বসু

Date:

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার দমকল মন্ত্রী সুজিত বসু জানান, চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে, সারারাত সেই কন্ট্রোলরুমে অফিসাররা থাকবেন।। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২১৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে জায়গাগুলো দিয়ে ঝড় আসা যাওয়ার সম্ভাবনা সেখানে বাড়তি নজরদারি রাখবে দমকল বিভাগ। একটি জরুরী ভিত্তিক টিম সবসময় তৈরি থাকবে যে কোনও জায়গায় যাওয়ার জন্য।

কন্ট্রোল রুমের দায়িত্বে যারা থাকবেন, তারা সবসময় অ্যাডিশনাল ডিজি এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। যে সমস্ত জেলায় প্রভাব পড়তে পারে সেখানে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। এরই পাশাপাশি, কোথাও গাছ পড়লে তার দ্রুত সরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকছে বিশেষ টিম।সিইএসসি এবং জেলা প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে দমকল বিভাগ।

যদি কোথাও বৃষ্টির জন্য জল জমে যায় তবে দ্রুত পাম্প করে সেই জল বের করার ব্যবস্থাও রাখছে দমকল বিভাগ। যেখানে গাড়ি পৌঁছাতে পারবে না সেখানে মোটরসাইকেলে করে পৌঁছে যাবেন দমকলের কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। ঝড় আসার সময় যাতে কেউ নদীর কাছাকাছি না যান তা নিয়ে সচেতন করা হচ্ছে। এছাড়াও হ্যান্ড মাইক ও লিফলেটের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। এমনিতে যোগাযোগ করার জন্য ১০১ নম্বরে ফোন করতে পারেন।এছাড়া ২২৫২-১১৬৫ এবং  ২২৫২-৬১৬৪ এই নম্বরে ফোন করেও দমকলের সঙ্গে যোগাযোগ করা যাবে।









Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version