ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার দমকল মন্ত্রী সুজিত বসু জানান, চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে, সারারাত সেই কন্ট্রোলরুমে অফিসাররা থাকবেন।। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২১৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে জায়গাগুলো দিয়ে ঝড় আসা যাওয়ার সম্ভাবনা সেখানে বাড়তি নজরদারি রাখবে দমকল বিভাগ। একটি জরুরী ভিত্তিক টিম সবসময় তৈরি থাকবে যে কোনও জায়গায় যাওয়ার জন্য।
কন্ট্রোল রুমের দায়িত্বে যারা থাকবেন, তারা সবসময় অ্যাডিশনাল ডিজি এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। যে সমস্ত জেলায় প্রভাব পড়তে পারে সেখানে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। এরই পাশাপাশি, কোথাও গাছ পড়লে তার দ্রুত সরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকছে বিশেষ টিম।সিইএসসি এবং জেলা প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে দমকল বিভাগ।
যদি কোথাও বৃষ্টির জন্য জল জমে যায় তবে দ্রুত পাম্প করে সেই জল বের করার ব্যবস্থাও রাখছে দমকল বিভাগ। যেখানে গাড়ি পৌঁছাতে পারবে না সেখানে মোটরসাইকেলে করে পৌঁছে যাবেন দমকলের কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। ঝড় আসার সময় যাতে কেউ নদীর কাছাকাছি না যান তা নিয়ে সচেতন করা হচ্ছে।