Wednesday, November 12, 2025

‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ, ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম:  সুজিত বসু

Date:

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার দমকল মন্ত্রী সুজিত বসু জানান, চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে, সারারাত সেই কন্ট্রোলরুমে অফিসাররা থাকবেন।। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২১৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে জায়গাগুলো দিয়ে ঝড় আসা যাওয়ার সম্ভাবনা সেখানে বাড়তি নজরদারি রাখবে দমকল বিভাগ। একটি জরুরী ভিত্তিক টিম সবসময় তৈরি থাকবে যে কোনও জায়গায় যাওয়ার জন্য।

কন্ট্রোল রুমের দায়িত্বে যারা থাকবেন, তারা সবসময় অ্যাডিশনাল ডিজি এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। যে সমস্ত জেলায় প্রভাব পড়তে পারে সেখানে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। এরই পাশাপাশি, কোথাও গাছ পড়লে তার দ্রুত সরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকছে বিশেষ টিম।সিইএসসি এবং জেলা প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে দমকল বিভাগ।

যদি কোথাও বৃষ্টির জন্য জল জমে যায় তবে দ্রুত পাম্প করে সেই জল বের করার ব্যবস্থাও রাখছে দমকল বিভাগ। যেখানে গাড়ি পৌঁছাতে পারবে না সেখানে মোটরসাইকেলে করে পৌঁছে যাবেন দমকলের কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। ঝড় আসার সময় যাতে কেউ নদীর কাছাকাছি না যান তা নিয়ে সচেতন করা হচ্ছে। এছাড়াও হ্যান্ড মাইক ও লিফলেটের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। এমনিতে যোগাযোগ করার জন্য ১০১ নম্বরে ফোন করতে পারেন।এছাড়া ২২৫২-১১৬৫ এবং  ২২৫২-৬১৬৪ এই নম্বরে ফোন করেও দমকলের সঙ্গে যোগাযোগ করা যাবে।









Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version