কমল ভারতের পদকের সংখ্যা , কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল একাধিক খেলা

এদিন প্রকাশিত হয়েছে কমনওয়েলথের গেমসের সূচি। যেখানে দেখা যাচ্ছে ২৩ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

২০২৬ কমনওয়েলথ গেমসে পদকের সংখ্যা কমতে চলেছে ভারতের। শুনে অবাক হলেও, এটাই সত্যি। কারণ ২০২৬ কমনওয়েলথ গেমসে ছেঁটে ফেলা হচ্ছে একাধিক খেলাকে। বাজেট কমানোর কারণে বাঁদ দেওয়া হচ্ছে একাধিক খেলাকে। যার মধ্যে রয়েছে, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেটের মতো একঝাঁক খেলা। আর সেই কারণেই কমতে চলেছে ভারতের পদকের সংখ্যাও।

এদিন প্রকাশিত হয়েছে কমনওয়েলথের গেমসের সূচি। যেখানে দেখা যাচ্ছে ২৩ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২ আগস্ট পর্যন্ত । আর সূচিতেই দেখা যাচ্ছে, গেমস থেকে বাদ পড়ার তালিকায় রয়েছে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেট, স্কোয়াশের মতো একাধিক খেলা।

২০২৬ কমনওয়েলথ গেমস নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। বিপুল খরচের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। শেষ পর্যন্ত ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গ্লাসগোকে। তবে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিলেও প্রথম থেকেই বাজেট কমানোর পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল গ্লাসগো । আর শেষ পর্যন্ত হল তাই। এই নিয়ে গ্লাসগো প্রশাসনের দাবি, এই প্রতিযোগিতা গুলো বাদ দিলে গোটা প্রতিযোগিতা আয়োজনের সময় কমবে এবং খরচও বাঁচবে। শেষ পর্যন্ত বাজেট কমাতে একাধিক খেলা ছেঁটে ফেলা হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমসে। মাত্র ১০টি খেলাকে রাখা হয়েছে প্রতিযোগিতায়।

আরও পড়ুন- বাবা হলেন সরফরাজ খান, সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই খুশির খবর