ডানা সতর্কতা: উড়ান বাতিল কলকাতা, ভুবনেশ্বর বিমানবন্দরে

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সব বিমানের ওঠা-নামা বন্ধ করেছে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড়ে বিমান ওঠানামায় বরাবর সতর্কতা জারি করা হয়। ডানা ঘূর্ণিঝড়ের (cyclone DANA) ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সব বিমানের ওঠা-নামা বন্ধ করেছে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। অন্যদিকে আগেই ওড়িশার (Odisha) বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর (BPIA) কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে উড়ান বাতিলের ঘোষণা করে দিয়েছিল। সময় নিয়ে শীর্ষ মহলের বৈঠকের পরে জানানো হবে বলে জানায় বিমান বন্দর কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় রেমালের সময়ও বন্ধ ছিল কলকাতা বিমান বন্দরের বিমান পরিবহন। শিকল দিয়ে বাধার পরেও পার্ক করা বিমান গড়িয়ে চলে যেতে দেখা গিয়েছিল। এবার তাই বাড়তি প্রস্তুতি নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর (Nejati Subhash Chandra Bose International Airport) কর্তৃপক্ষের। একইভাবে প্রস্তুতি নিয়েছে ভুবনেশ্বর বিমান বন্দর কর্তৃপক্ষও। বিমান বন্দরের সব পরিকাঠামো খতিয়ে দেখে প্রস্তুত কর্তৃপক্ষ।