‘ডানা’র দাপট মোকাবিলায় ট্রেনের চাকায় শিকল! একগুচ্ছ ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলের

সাগরে ঘনাচ্ছে দুর্যোগ,’ডানা’র (Dana ) ঝাপটা সামলাতে পারবে রেল পরিষেবা (Indian Railways)? ১২০ থেকে à§§à§©à§« কিলোমিটার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় বুধ এবং বৃহস্পতিবার হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল (Indian Railways)। বন্দেভারতের (Vande Bharat Express) চাকাতেও পড়ানো হলো শিকল। আগামী ২৪ অক্টোবর গভীর রাতে বা ২৫ অক্টোবর সকালে ‘ডানা’ পুরী (Puri)ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। এই আশঙ্কায় জগন্নাথধাম-গামী প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে।

দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে বলা হয়েছে যে এর আগে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাউনের ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে সুপারফাস্ট এক্সপ্রেসও রয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে কলকাতা পুরী কলকাতা এক্সপ্রেস, কন্যাকুমারী ডিব্রুগড় এক্সপ্রেস, পুরী – শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দ্রাবাদ, মালদা টাউন-দিঘা এক্সপ্রেস, আসানসোল হলদিয়া- সহ একগুচ্ছ ট্রেন আপ এবং ডাউন সফর করবে না। শুধু দূরপাল্লা নয়, লোকাল ট্রেনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি থাকবে। সুপার সাইক্লোনের দাপটে ট্রেন যাতে ‘রোল ডাউন’ না করতে পারে সেজন‌্য কারশেডে দাঁড়িয়ে থাকা সব ট্রেনের চাকায় পরানো হচ্ছে বেড়ি। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদ ডিভিশনে বিশেষ নজর রেলের। বিপজ্জনক নদী ব্রিজগুলির পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছে ইঞ্জিনিয়ারিং বিভাগ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এই কারণে রেললাইনের মাঝে জল জমলে যাতে দ্রুত পাম্পের মাধ্যমে তা নামিয়ে ফেলা যায় সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। উপকূলবর্তী বিভিন্ন স্টেশনে ইঞ্জিনিয়ারিং, সিগন‌্যাল বিভাগের কর্মীদের মোতায়েন রাখা হবে। ডিজেল পরিচারিত ইঞ্জিনও রাখা হয়েছে যাতে যান্ত্রিক ত্রুটির কবলে কোনও ট্রেন পড়লে দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয়।

এক নজরে ঘূর্ণিঝড় ‘ডানা’র আশঙ্কায় বাতিল ট্রেনের তালিকা

২৩ অক্টোবর ২০২৪, বুধবার 

• কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস

• ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

• কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস

• বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস

• শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

• শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস

২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার 

• পাটনা-এর্নাকুলাম এক্সপ্রেস

• কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল

• পুরী-জয়নগর এক্সপ্রেস

• পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস

• পাটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল

• বেঙ্গালুরু-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস

• মালদহ টাউন-দিঘা এক্সপ্রেস

• আসানসোল-হলদিয়া-আসানসোল এক্সপ্রেস

২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার

• আসানসোল-হলদিয়া-আসানসোল এক্সপ্রেস

• পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল