Thursday, November 13, 2025

মেট্রোর কাজে অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের 

Date:

জোকা-বিবাদীবাগ মেট্রোরেল (Joka BBD Bag Metro) প্রকল্পের কাজে সবার আগে প্রাধান্য দিতে হবে পরিবেশ রক্ষার বিষয়টি। অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) সাফ জানাল বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। মেট্রোর নির্মাণকাজে সেন্ট্রালি এমপাওয়ার্ড কমিটির (CEC) অনুমতি ছাড়া কোনও গাছ কাটা যাবে না, এমনকি কোনও গাছ স্থানান্তরও করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (SC)।

গত জুন মাসে জোকা-বিবাদীবাগ মেট্রোরেল প্রকল্পে গাছ কাটার বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মেট্রোরেল প্রকল্পে বহু বছরের পুরোনো গাছ কেটে ফেলা হচ্ছে। বিশেষত কলকাতার ময়দান এলাকায় গাছ কাটার ফলে গোটা শহরের অপুরনীয় ক্ষতি হচ্ছে বলে দাবি করে দায়ের হয়েছিল মামলা। ৭০০-র বেশি গাছ কাটা হয়েছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিল একটি বেসরকারি সংগঠন। সেই সময় হাই কোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলো কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারই শুনানি হল আজ শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পরিবেশ রক্ষার বিষয়টি খতিয়ে দেখবে সেন্ট্রালি এমপাওয়ার্ড কমিটি বা সিইসি। তাই গাছ কাটা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই কমিটির অনুমতি বাধ্যতামূলক।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version