Saturday, November 29, 2025

বেনারসে অসুস্থ পঙ্কজ দত্ত, ‘কুৎসাকারী’র দ্রুত আরোগ্য কামনা তৃণমূলের

Date:

Share post:

এই বয়সে তিনি কার্যত প্রতিদিনই টিভি চ্যানেলে উত্তেজিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট লাইনে চিৎকার করেন। সেমিনারেও তাই। এসব থেকেই অসুস্থতা। যাঁরা ওঁকে দিয়ে রোজ চিৎকার করান, তাঁরা দায়ী। প্রাক্তন IPS পঙ্কজ দত্তের (Pankaj Dutta) বেনারসে অসুস্থ হওয়া নিয়ে মত প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh)। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা তিনি। অভিযোগ করেন, পঙ্কজের অসুস্থতা নিয়ে কুৎসা, অপপ্রচার করছে কোনও কোনও মহল।

বেনারসে একটি সেমিনারে যোগ দিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। তাঁকে সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে অপপ্রচার শুরু করেছেন অনেকে। তাঁদের অভিযোগ তদন্তের কারণে, প্রায় সপ্তাহ দুয়েক আগে থানায় ডেকে পাঠানো হয় তাঁকে। কলকাতার সেই ঘটনার জন্যেই নাকি বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর তীব্র বিরোধিতা করেন কুণাল। ফেসবুক পেজে তিনি লেখেন, পঙ্কজবাবু একটি এলাকার মহিলাদের ইঙ্গিত করে চূড়ান্ত খারাপ মন্তব্য করেন। তাই পুলিশি ব্যবস্থা হয়েছে। আর পুলিশ ডাকার জন্য যদি উনি অসুস্থ হন, তাহলে এতদিন পুলিশকর্তা ছিলেন কী করতে? তাহলে বলতে হয় তাপস পাল, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদের মৃত্যুর জন্য সিবিআই দায়ী। তাই তো দাঁড়ায়, নাকি? তিনি বলেন, পঙ্কজ দত্ত রাজ্যের প্রাক্তন আইজি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন।পঙ্কজ দত্তের অসুস্থতা নিয়ে কুৎসা চলছে বলে অভিযোগ করে তৃণমূল নেতা বলেন, পুলিশ ডাকায় তিনি অসুস্থ হলে ওঁর আইনজীবীরা আদালতে গেলেন না কেন? পুলিশ ডাকার পর যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে টিভির অনুষ্ঠান করলেন কীভাবে? ৭০ বা ৭৩ বছর বয়স হলেই যদি তিনি অসুস্থ হন, তাহলে রোজ টিভির অনুষ্ঠানে আসছেন কীভাবে? বেনারসে সেমিনারে বক্তৃতা দিতে গেলেন কীভাবে, সে-প্রশ্নও তোলেন প্রাক্তন সাংসদ।







spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...