Sunday, February 1, 2026

বেনারসে অসুস্থ পঙ্কজ দত্ত, ‘কুৎসাকারী’র দ্রুত আরোগ্য কামনা তৃণমূলের

Date:

Share post:

এই বয়সে তিনি কার্যত প্রতিদিনই টিভি চ্যানেলে উত্তেজিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট লাইনে চিৎকার করেন। সেমিনারেও তাই। এসব থেকেই অসুস্থতা। যাঁরা ওঁকে দিয়ে রোজ চিৎকার করান, তাঁরা দায়ী। প্রাক্তন IPS পঙ্কজ দত্তের (Pankaj Dutta) বেনারসে অসুস্থ হওয়া নিয়ে মত প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh)। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা তিনি। অভিযোগ করেন, পঙ্কজের অসুস্থতা নিয়ে কুৎসা, অপপ্রচার করছে কোনও কোনও মহল।

বেনারসে একটি সেমিনারে যোগ দিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। তাঁকে সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে অপপ্রচার শুরু করেছেন অনেকে। তাঁদের অভিযোগ তদন্তের কারণে, প্রায় সপ্তাহ দুয়েক আগে থানায় ডেকে পাঠানো হয় তাঁকে। কলকাতার সেই ঘটনার জন্যেই নাকি বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর তীব্র বিরোধিতা করেন কুণাল। ফেসবুক পেজে তিনি লেখেন, পঙ্কজবাবু একটি এলাকার মহিলাদের ইঙ্গিত করে চূড়ান্ত খারাপ মন্তব্য করেন। তাই পুলিশি ব্যবস্থা হয়েছে। আর পুলিশ ডাকার জন্য যদি উনি অসুস্থ হন, তাহলে এতদিন পুলিশকর্তা ছিলেন কী করতে? তাহলে বলতে হয় তাপস পাল, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদের মৃত্যুর জন্য সিবিআই দায়ী। তাই তো দাঁড়ায়, নাকি? তিনি বলেন, পঙ্কজ দত্ত রাজ্যের প্রাক্তন আইজি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন।পঙ্কজ দত্তের অসুস্থতা নিয়ে কুৎসা চলছে বলে অভিযোগ করে তৃণমূল নেতা বলেন, পুলিশ ডাকায় তিনি অসুস্থ হলে ওঁর আইনজীবীরা আদালতে গেলেন না কেন? পুলিশ ডাকার পর যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে টিভির অনুষ্ঠান করলেন কীভাবে? ৭০ বা ৭৩ বছর বয়স হলেই যদি তিনি অসুস্থ হন, তাহলে রোজ টিভির অনুষ্ঠানে আসছেন কীভাবে? বেনারসে সেমিনারে বক্তৃতা দিতে গেলেন কীভাবে, সে-প্রশ্নও তোলেন প্রাক্তন সাংসদ।







spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...