Wednesday, November 5, 2025

মরুশহরে Uber-এর উট সার্ভিস! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল কৌতুহল নেট দুনিয়ার

Date:

ধরুন, আপনি বেড়াতে গিয়ে হারিয়ে গেলেন! আপনি কী করবেন? আমাদের মধ্যে বেশিরভাগই সম্ভবত উবরের (Uber) মতো একটি অ্যাপ খুলবেন এবং একটি গাড়ির আশা করবেন। কিন্তু আপনি যদি মরুভূমিতে (Desert) থাকতেন? আর যদি একটি গাড়ির পরিবর্তে, একটি উটকে (Camel) আপনার যাত্রা সঙ্গী হিসেবে দেখায়? অদ্ভূত শোনাচ্ছে? তবে সম্প্রতি এমনটাই ঘটেছে এক মহিলার ক্ষেত্রে। ভিডিও দেখা যাচ্ছে, মরুভূমিতে উবেরের মাধ্যমে উটে সওয়ারি বুক করছেন এক তরুণী (Woman)! (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) অর্ডারের কিছুক্ষণ পর এক ব্যক্তি উট নিয়ে হাজিরও! নিজেকে ‘উবের ক্যামেল ড্রাইভার’ হিসেবে পরিচয়ও দেন তিনি।

সোশ্যাল মিডিয়া (Socali Media) হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে ভাইরাল হয় (Viral Video)। সম্প্রতি একটি বিষয় নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া। সেই বিষয়টি হলো উবেরের উট সার্ভিস। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে উবেরের নতুন এই উট সার্ভিস। ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা ভিডিওতে (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা যায়, ওই তরুণী দুবাইয়ের মরুভূমিতে মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তিনি। সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবর অ্যাপ খুলে বসেন তিনি। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে ‘উবর ক্যামেল’ (Uber Camel) বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে যান তিনি। এই অপরিচিত পরিবহনটি বুক করার পরেই সেখানে বাহন নিয়ে হাজির ‘উবের ক্যামেল ড্রাইভার’।

ইতিমধ্যে ২ লক্ষরও বেশি নেট নাগরিক ভিডিওটি (Viral Video) শেয়ার করেছেন। তবে ঘটনাটি আদৌ দুবাইয়ের মরুভূমির কিনা, তা নিয়ে নেট নাগরিকদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। ভাইরাল ভিডিওর শুরুতে তরুণীর পিছনে দেখা যাচ্ছে একটি রাস্তা। সেটি দিয়ে গাড়ি যাতায়াতও করছে। তাঁদের মতে, নিজের ভিডিওকে ভাইরাল করার উদ্দেশেই এমনটা করেছেন ওই তরুণী। তবে অনেকের প্রশংসাও কুড়িয়েছে ভিডিওটি। রসিকতার সুরে এক নেট নাগরিক লিখেছেন, ‘নিরাপত্তার কারণে নম্বর প্লেটটি পরীক্ষা করা উচিত!’









Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version