ঝড়ের দিনেও বোমাতঙ্ক! জরুরি অবতরণ সাত বিমানের

একটি পোস্ট নজরে আসে সোশ্যাল মিডিয়ায় যেখানে লেখা, ইন্ডিগোর (Indigo) তিনটি-সহ মোট ৭ টি বিমানে বোমা রাখা রয়েছে

একদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যাহত হওয়ার কথা কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) পরিষেবা। বৃহস্পতিবার তার মধ্যেই বোমাতঙ্কের জেরে ব্যতিব্যস্ত থাকতে হল নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে।

এদিন সকালে ফের বোমাতঙ্কের (bomb threat) কথা জানায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি পোস্ট নজরে আসে সোশ্যাল মিডিয়ায় যেখানে লেখা, ইন্ডিগোর (Indigo) তিনটি-সহ মোট ৭ টি বিমানে বোমা রাখা রয়েছে, এমন খবর দিয়ে হুমকি মেল আসে।

তড়িঘড়ি বিমানগুলির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় থানায়। অবতরণের পরে বিমানগুলি পরীক্ষা করা হয়। তাতে অবশ্য কিছু পাওয়া যায়নি। ফলে বিনা কারণে ক্ষতিগ্রস্ত হন যাত্রী থেকে বিমান সংস্থাগুলি। এমনিতেই এদিন সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড় ডানা-র কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা যাতে সমস্যায় যাত্রীরা। অনেকেই অভিযোগ করেন বিনা বিজ্ঞপ্তিতে বিমান বাতিল হয়েছে।