আতঙ্কের নিশিযাপন সাগরপাড়ের বাসিন্দাদের, কয়েক ঘণ্টাতেই তছনছ হবে সব!

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই দুর্যোগের অশনি সংকেত সত্যি হতে চলেছে। ভোররাত থেকে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র, আতঙ্ক আর আশঙ্কায় সাগরপাড় জুড়ে অদ্ভুত এক নিস্তবতা। বুধবার থেকেই বন্ধ দোকানপাট, ফাঁকা করা হয়েছে কপিল মুনির আশ্রম চত্বর। রেমালের পর আবার এক ঘূর্ণিঝড়ে ত্রস্ত উপকূলের বাসিন্দারা।

 

রাত থেকে অঝোরে বৃষ্টি এবং দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হতে শুরু করেছে চারপাশ। ‘ডানা’র অভিঘাত কতটা ভয়ংকর হতে পারে তা যেন আগে থেকে আজ করতে পেরে বিনিদ্র রজনী যাপন করলেন সাগরপাড়ের বাসিন্দারা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা, অযাচিত কারণে সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করা, মাটির বাড়ি ছেড়ে ফ্লাড সেন্টারে চলে যাওয়া, উপকূলবর্তী এলাকার বাড়িগুলিকে ছেড়ে দেওয়া সহ একাধিক সদর্থক পদক্ষেপ করেছে প্রশাসন। বারবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু তাঁদের কপালে চিন্তার ভাঁজ। বারবার প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাচ্ছে বসতি-জীবনযাত্রা। এখন থেকে ঠিক ১২ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় তাণ্ডব দেখাতে শুরু করবে। আর ২৪ ঘণ্টা পরে তাঁদের আশ্রয়গুলো আদৌ থাকবে কিনা তা নিয়ে সংশয়ে উপকূলবর্তী এলাকার মানুষরা। ঝড় আসছে, ফের বড় বিপদের মুখে বাংলা।