হাওড়া শিবপুরে (Shibpur, Howrah) দলীয় অফিসের কাছেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল (TMC) কর্মী আবদুল কাদির ওরফে প্রেম। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। বুধবার রাত এগারোটা নাগাদ হাওড়া জিটি রোডের ধারে পার্টি অফিসের কাছে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তৃণমূল নেতা (TMC leader)। আচমকা বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দ্রুত প্রেমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবরতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার রাতের এই ঘটনায় বৃহস্পতিবারের সকালেও থমথমে এলাকা। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। আশঙ্কাজনক অবস্থায় প্রেমের চিকিৎসা চলছে। কে বা কারা তৃণমূল নেতার উপর গুলি চালালো, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীরা আক্রান্ত নেতার পূর্ব পরিচিত কিনা তার তদন্তে হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

