হকি থেকে অসরের সিদ্ধান্ত নিলেন ভারতের মহিলা দলের খেলোয়াড় রানি রামপাল। এদিন অবসরের কথা জানান তিনি। মাত্র ১৪ বছর বয়সে হকিতে ভারতের জার্সিতে অভিষেক হয় রানি রামপালের। দেশের হয়ে খেলেছেন ২৫০টি হকি ম্যাচ। করেছেন ১০০টি গোল। এমনকি অলিম্পিক্সের মঞ্চে ভারতকে নেতৃত্বও দিয়েছেন রানি রামপাল।

এদিন রানি রামপাল বলেন, “ এটা একটা অসাধারণ সফর। আমি কখনও ভাবিনি ভারতের হয়ে এতদিন ধরে খেলব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। কিন্তু কখনও লক্ষ্য থেকে সরিনি। আর সেই লক্ষ্যটা ছিল, একদিন ভারতের হয়ে খেলব।“

ভারতের জার্সিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের কৃতিত্ব ছিল রানির নামেই। আর ১৫ বছর বয়সে অংশগ্রহণ করেন ২০১০-র হকি বিশ্বকাপে। সেখানে তিনি ৭টা গোল করেছিলেন। টোকিও অলিম্পিক্সে চতুর্থ হয়েছিল ভারতীয় হকি দল। সেই দলের অধিনায়ক ছিলেন রানি। রানিকে বিভিন্ন সময় মাঝমাঠেও খেলতে দেখা গিয়েছে। ২০১৭ এবং ২০১৮-র মহিলাদের এশিয়া কাপে রুপোজয়ের সাফল্য রয়েছে রানি রামপালের ঝুলিতে। ২০২০-র টোকিও অলিম্পিক্সে রানির নেতৃত্বে চতুর্থ হয়েছিল ভারত। যা আজ পর্যন্ত মহিলাদের হকিতে দেশের সবচেয়ে ভালো সাফল্য। ২০১৬ সালে রানি অর্জুন সম্মান এবং ২০২০-এ খেল রত্ন পুরস্কার পান। সেই বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ভারতীয় মহিলা দলের এই খেলোয়াড়।
