রবিবার রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। আর জম্মু ও কাশ্মীরে গান্দেরবালে সেই হামলার (Attack) আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)এবার প্রকাশ্যে আসলো। যেখানে দুই জঙ্গিকে (Terrorist) শ্রমিকদের ক্যাম্পের ভিতর হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। ক্যাম্পের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) ফুটেজ থেকে এই ঘটনার ছবি সামনে এসেছে। বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu & Kashmir Police) এই জঙ্গি হামলা ঘটনায় জড়িত দুই বিদেশি জঙ্গির (Foreign Terrorist) ছবি প্রকাশ করেছেন।

গত রবিবার কাশ্মীরের গান্দেরবালে (Ganderbal) একটি শ্রমিক ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হন। পুলিশ এর আগে বলেছিল যে সন্ধ্যায় দুই বিদেশি জঙ্গি শ্রমিকদের ক্যাম্পে প্রবেশ করে এবং তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। গান্দেরবালের গগনগির এলাকায় ক্যাম্পের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এবার তা পরিষ্কার হয়ে গেল।

এদিকে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তদন্তকারী দল ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি জনকে জিজ্ঞাসাবাদ করেছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি এনআইএ (AIA) দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ই রক্তাক্ত ঘটনার পর আহতদের কানগান সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। যেই এলাকায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেটি গভীর জঙ্গল এলাকায় অবস্থিত। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে পৌঁছে সেই জায়গাটি ঘিরে ফেলে।
