লক্ষ্মীবারের সকাল থেকেই মেঘলা আকাশে দুর্যোগের প্রহর গুনছে বাংলা। কোথাও ঝিরঝিরে বৃষ্টি কোথাও আবার দমকা হাওয়া। ‘ডানা’ (Dana) স্থলভাগের কাছাকাছি যত এগিয়ে আসছে ততই তার প্রভাব টের পাচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা। রাজ্যের সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। যদিও বড় কোনও দুর্যোগের খবর এখনও মেলেনি।

উত্তাল গঙ্গা, বন্ধ হয়েছে ফেরি সার্ভিস। ২৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে শিয়ালদহ শাখায় (Sealdah Division) এবং শুক্রবার সকালে হাওড়া শাখায় (Howrah Division) লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হতে চলেছে। বাতিল করা হয়েছে দূরপাল্লার একাধিক ট্রেন। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। IMD জানিয়েছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে সুপার সাইক্লোন। আতঙ্কের প্রহর গুনছে বাংলা-ওড়িশা। এদিন সকাল থেকে হাওড়া,হুগলি,উত্তর ২৪ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইছে। ‘ডানা’র ল্যান্ডফলের সময় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও হাওয়ার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ৮০ কিলোমিটার। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমার আশঙ্কা থাকছে।

