বল হাতে দাপট ওয়াশিংটন সুন্দরের, প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট ১৬

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট ১৬। প্রথম ইনিংসে কিউইরা করেন ২৫৯ রান। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে দাপট ওয়াশিংটন সুন্দরের। একাই নিলেন ৭ উইকেট।

 

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই কিউইদের প্রথম ইনিংস শেষ যায়। প্রথম ইনিংসে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। ৭৬ রান করেন কনওয়ে। ৬৫ রান করেন রাচিন রবীন্দ্র । ১৫ রান লাথাম। ৩৩ রান করেন স্টানার। ইয়ং করেন ১৮ রান। ভারতের হয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৬ রানে অপরাজিত যশস্বী । ১০ রানে অপরাজিত গিল।

আরও পড়ুন- হকি থেকে অসরের সিদ্ধান্ত ভারতের মহিলা দলের খেলোয়াড় রানি রামপাল