Saturday, August 23, 2025

অপরাধমূলক কাজের নিরিখে শীর্ষে যোগীরাজ্য এই নিয়ে সন্দেহের অবকাশ থাকছে না। মহিলাদের প্রতি অপরাধ, গাফিলতির নজির বার বার সংবাদমাধ্যমের শীর্ষে উঠে এসেছে। ফের একবার যোগী রাজ্যের সরকারি হাসপাতালে অবহেলার অভিযোগ উঠল। চিকিৎসকদের গাফিলতিতে এবার পাঁচ বছর বয়সের একটি মেয়ের প্রাণ গেল। কিন্তু তারপরেও হেলদোল নেই চিকিৎসকদের।

সূত্রের খবর, মেয়েটির জ্বর হয় বলে পরিবারের সদস্যরা মেয়েটিকে নিয়ে আসে সরকারি মেডিক্যাল কলেজে। দীর্ঘক্ষণ সেখানে চিকিৎসা না পেয়ে মেয়েটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানায় পরিবার। মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা ক্রিকেট খেলছিলেন। একবারের জন্যও শিশুটির দিকে ঘুরে তাকায়নি কেউ। এর ফলেই মৃত্যু হয় শিশুটির, জানায় তাঁর পরিবার। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সোফিয়া নামের ওই শিশুকন্যাটিকে নিয়ে তার বাবা নাজিম এই সরকারি হাসপাতালে আসেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অরুণ কুমার জানান হাসপাতালে নাকি সেই সময় কোনও শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন না। পরিবারকে কয়েকটি ঘরে যাওয়ার কথা বললেও সেখানেও কোনও ডাক্তার ছিলেন না। শিশুটির বাবা জানান, একের পর এক ঘরে ঘুরে বেরিয়েছেন তারা কিন্তু কোথাও কাউকে পাওয়া যায়নি। তাই মেডিকেল কলেজ থেকে বেরিয়ে এসে তারা দেখেন ডাক্তাররা এবং স্বাস্থ্য পরিষেবা কর্মীরা ক্রিকেট ম্যাচ খেলছেন। মেয়ের চিকিৎসার জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। জানিয়ে দেওয়া হয়, খেলা শেষ হলে রোগী দেখা হবে। কিন্তু তার মধ্যেই ছোট্ট প্রাণটি শেষ হয়ে যায়।

হাসপাতালের তরফে তদন্তের আশ্বাস দিলেও বলা হয়েছে ছুটিতে থাকা ডাক্তাররা ক্রিকেট খেলছিলেন। যদি তাই হয়, তাহলেও তারা ডাক্তার হয়েও চোখের সামনে কিভাবে রোগীর চিকিৎসা না করে ক্রিকেট খেলছিলেন সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিজেদের পেশার প্রতি এতটা উদাসীনতা ও এরকম নির্মম অন্যায়ের জাস্টিস কে দেবে প্রশ্ন তুলেছেন মৃত শিশুটির বাবা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version