বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওড়িশার বালেশ্বর ও ধামারার কাছে স্থলভাগে ঢুকে পড়ল প্রবল ঘূর্ণিঝড় (Cyclone) ‘ডানা’। প্রায় তিন-চার ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফলের প্রক্রিয়া। তবে ঘূর্ণিঝড়ের যে Eye অর্থাৎ কেন্দ্র- সেটি স্থলভাগ ছুঁতে এখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। ইতিমধ্যেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে বালেশ্বর সহ সংলগ্ন এলাকায়। সারা অঞ্চল বিদ্যুৎহীন। ল্যান্ডফল (Landfall) শুরুর সময় গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা। ল্যান্ডফল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রে উত্তাল। দীঘা, মন্দারমণি-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ উপকূল অঞ্চলে সমুদ্রের পারে কাউকে যেতে দেওয়া হচ্ছে না সতর্ক প্রশাসন রয়েছেন নিরাপত্তা রক্ষীরা।
স্থলভাগে ঢুকল ঘূর্ণিঝড় ‘ডানা’, শুরু হয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া
Date:
Share post: