Saturday, January 10, 2026

পুরসভার তৎপরতায় শহরের বিভিন্ন রাস্তায় দ্রুত নামল জমা জল

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানার তেমন বিধ্বংসী প্রভাব পড়ল না কলকাতা ও তৎসংলগ্ন এলাকায়। তবে ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ভোররাত থেকেই ভারী বৃষ্টিতে ভাল শহর কলকাতা। কয়েক ঘণ্টার লাগাতার ভারী বৃষ্টিতে শুক্রবার সকালে শহরের বহু জায়গায় জমল জল। তবে শহরের এই দুর্যোগ নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুরসভা। এদিন সকাল থেকেই পুরসভার নিকাশি বিভাগের তরফে বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চলে। বেলা বাড়তে একাধিক রাস্তা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। এখনও কিছু জায়গায় জল জমে থাকলেও লাগাতার কাজ করছে পুরসভার নিকাশি বিভাগ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। আবার হালকা ঝোড়ো হাওয়ায় গল্ফগ্রিন-সহ বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত পড়ে যাওয়া গাছ কেটে সরিয়ে রাস্তা সাফ করে পুরসভা ও এনডিআরএফের কর্মীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরা পোর্ট এলাকায় শুরু হয়েছিল ঘূর্ণিঝড় ডানা’র ল্যান্ডফল প্রক্রিয়া। শেষ হয়েছে শুক্রবার সকাল সাড়ে সাতটায়। কলকাতায় এই ঝড়ের জেরে ঝোড়ো দমকা হাওয়া আর ভারী থেকে অতি-ভারী বৃষ্টির আশঙ্কা ছিল। দমকা হাওয়া সেভাবে না হলেও ভোররাত থেকে শুরু হয় বাঁধভাঙা ভারী বৃষ্টি। এদিন বিকেল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ২৫ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে জল জমেছিল সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এলাকায়। টানা বৃষ্টিতে হলদিরামের কাছে ভিআইপি রোডেও জল জমে। শিয়ালদহ স্টেশনে লাইনেও জল জমেছিল। এমনকি এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল-সহ একাধিক হাসপাতাল চত্বরেও জল ঢুকে যায়। কিন্তু কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে রাতভর বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে শহরে নজরদারি চালান মেয়র ফিরহাদ হাকিম। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেয় নিকাশি বিভাগের ছোট-বড় ৪৫০টি পাম্প। বিভিন্ন এলাকা থেকে জল টেনে বের করতে চালু করে দেওয়া হয় ৭৯টি নিকাশি পাম্পিং স্টেশনও।








spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...