Saturday, August 23, 2025

বিজেপির সদস্য সংগ্রহে অমিত শাহ! বামেদের সাবধানে থাকা-র কটাক্ষ কুণালের

Date:

শনিবার রাতেই শহরে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Ministry of Home Affairs) তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ (Amit Shah)। বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ (membership drive) অভিযানের প্রথম পর্বে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা কর্মীদের দিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণায় বামেদের শিবিরে আবার ভাঙনের সতর্কতা জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর জি করের নির্যাতিতার পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই সফরে তাঁদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন অমিত শাহ।

বাংলার রাজনীতিতে যেভাবে বামেদের বিশেষত সিপিআইএমের (CPIM) অঙ্কের হিসাবে যে ভোট কমেছে সেই ভোট বেড়েছে বিজেপির। এই তত্ত্বকে তুলে ধরেই অমিত শাহের সফরের আগে সিপিএমকে কটাক্ষ তৃণমূল নেতার। তিনি জানান, “এটা ঠিক যে বাংলায় বিজেপি খানিকটা বেড়েছে। সেটা সিপিআইএম থেকে ভেঙেই বেড়েছে। তৃণমূল তো কমেনি। ফলে বিজেপি (BJP) যতবার বলবে আমরা সদস্যতা বাড়াচ্ছি, ততবার সিপিআইএম (CPIM)-কে সাবধানে থাকতে হবে। যে লোকগুলো পতাকা নিয়ে যায়, তারা ভোটার বিজেপির। ফলে বিজেপির সদস্য বাড়ানো নিয়ে তৃণমূল বিন্দুমাত্র চিন্তিত নয়, তারা তো যোগ দেবে সিপিআইএম কংগ্রেস থেকে।”

অন্যদিকে আর জি করের নির্যাতিতার বিচার এখনও দিতে পারেনি সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা। শনিবারের সফরে তাঁদের সঙ্গেও দেখা করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর এই পরিবারের সঙ্গে দেখা করাই উচিত বলে মনে করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। যাতে সিবিআই দ্রুত বিচার দেয় তার আবেদন রাখেন তৃণমূল নেতাও।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version