Sunday, November 9, 2025

SSC নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র!

Date:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-ডি কর্মী নিয়োগের মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Kumar Roy) ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি।তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। শনিবার ইডির (ED) তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তি প্রসন্ন ও তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

নিয়োগ মামলায় প্রথম থেকেই ‘মিডলম্যান’ চিহ্নিত করা হয়েছিল অভিযুক্ত প্রসন্নকে। তাঁর মাধ্যমেই টাকা এদিক ওদিক করা হতো বলে সন্দেহ ED আধিকারিকদের। দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার মাধ্যমে এসব কাজ করা হতো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই কোম্পানির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ অভিযুক্তের নিজের সম্পত্তি এবং এই সংস্থার মিলিয়ে মোট ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসন্ন এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। এসএসসি মামলার প্রাথমিকভাবে তিনি সিবিআই-এর (CBI) হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট ২৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। চার্জশিটে ইডির (ED) দাবি, অ্যাকাউন্টগুলিতে ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পায় ইডি। প্রসন্নের দাবি, এই সম্পূর্ণ টাকা কৃষিকাজের সূত্রে তিনি আয় করেছেন। যদিও ইডির দাবি অভিযুক্তির জমিতে কোনও চাষবাস হয়নি, পাশাপাশি তাঁর স্ত্রীর কোনও আয়ের উৎস নেই বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন প্রসন্ন, অনুমান ইডির।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version