Monday, November 10, 2025

SSC নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নর ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ED-র!

Date:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি-ডি কর্মী নিয়োগের মামলায় অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Kumar Roy) ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি।তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। শনিবার ইডির (ED) তরফে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তি প্রসন্ন ও তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

নিয়োগ মামলায় প্রথম থেকেই ‘মিডলম্যান’ চিহ্নিত করা হয়েছিল অভিযুক্ত প্রসন্নকে। তাঁর মাধ্যমেই টাকা এদিক ওদিক করা হতো বলে সন্দেহ ED আধিকারিকদের। দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার মাধ্যমে এসব কাজ করা হতো বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এই কোম্পানির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ অভিযুক্তের নিজের সম্পত্তি এবং এই সংস্থার মিলিয়ে মোট ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসন্ন এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন। এসএসসি মামলার প্রাথমিকভাবে তিনি সিবিআই-এর (CBI) হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট ২৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। চার্জশিটে ইডির (ED) দাবি, অ্যাকাউন্টগুলিতে ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার খোঁজ পায় ইডি। প্রসন্নের দাবি, এই সম্পূর্ণ টাকা কৃষিকাজের সূত্রে তিনি আয় করেছেন। যদিও ইডির দাবি অভিযুক্তির জমিতে কোনও চাষবাস হয়নি, পাশাপাশি তাঁর স্ত্রীর কোনও আয়ের উৎস নেই বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত টাকাই বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন প্রসন্ন, অনুমান ইডির।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version