Friday, August 22, 2025

আইএসএল-এ হারের হ্যাটট্রিক মহামেডানের, হায়দরাবাদের কাছে হারল ৪-০ গোলে

Date:

আইএসএল-এ ফের হার মহামেডান স্পোর্টিং-এর। যার ফলে আইএসএলে হারের হ্যাটট্রিক সাদা-কালো ব্রিগেডের। মোহনবাগানের কাছে বড় ম্যাচ হারের পর কিশোরভারতীতে হোম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হয়। শনিবার ঘরের মাঠে ১২ নম্বরে থাকা হায়দরাবাদ এফসি-র কাছেও ০-৪ গোলে বিধ্বস্ত মহামেডান।

এদিন শুরুতেই দলকে ডোবায় সেই রক্ষণ। চোটের কারণে জোশেফ আদজেই না খেলায় মহামেডানের কাজটা আরও কঠিন হয়ে যায়। প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৩ গোল হজম করে ম্যাচ থেকে হারিয়ে যায় আন্দ্রে চেরনিশভের দল। জোড়া গোল করে হায়দরাবাদের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার অ্যালান মিরান্দা পাউলেস্তা। ৫ ম্যাচে প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে মহামেডানকে টপকে ১১ নম্বরে উঠে এল থাংবোই সিংটোর হায়দরাবাদ। কলকাতার দলটি নামল ১২ নম্বরে।

প্রিয় দল হারলেও এদিন অবশ্য মহামেডান সমর্থকরা গ্যালারিতে শান্তই ছিলেন। তবে মাঠে দর্শকদের পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কড়া চেকিংয়ের মুখে পড়তে হয়। হায়দরাবাদের নতুন ব্রাজিলীয় স্ট্রাইকার অ্যালান পাউলেস্তাকে সামলাতে হিমশিম খেলেন ফ্লোরেন্ট ওগিয়েররা। ৪ মিনিটেই প্রথম গোল অ্যালানের। মহামেডানের মাঝমাঠ তখন পুরোপুরি অচল। ১২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন হায়দরাবাদের সার্বিয়ান সেন্টার ব্যাক স্টেফান সেপিচ। মহামেডানকে খেলা ধরার কোনও সুযোগ না দিয়ে মিনিট তিনেক পরেই মহামেডানের জালে আরও একবার বল জড়িয়ে দেয় হায়দরাবাদ। নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালান।

প্রথমার্ধের বাকি সময়ে বিক্ষিপ্তভাবে আক্রমণে উঠলেও ভাল স্ট্রাইকারের অভাবে সেভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি মহামেডান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ৫১ মিনিটে পরাগ শ্রীনিবাসের বক্সের অনেক বাইরে থেকে বিশ্বমানের গোল মহামেডানের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেয়। অ্যালেক্সিস সাঞ্চেজরা পিছিয়ে পড়ে ০-৪ গোলে। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না মহামেডানের পক্ষে।

আরও পড়ুন- কিউইদের কাছে সিরিজ হেরে কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version