মুখের কথায় গুরুত্ব দেননি JEE পরীক্ষার্থীর বাবা-মা, চরম সিদ্ধান্ত কিশোরীর

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে জয়েন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওই কিশোরী। একমাস আগে জয়েন্টের (JEE) ফল প্রকাশে আশানুরূপ ফল তিনি করতে পারেননি

কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন। সর্বভারতীয় জি (JEE) পরীক্ষার ফল বেরোনোর এক মাস পরেও সেই অবসাদ থেকে বেরোতে পারেননি। বারবার আত্মহত্যার কথাও বলেছিলেন বাড়িতে। কিন্তু বাড়ির বাবা-মা গুরুত্ব দেননি। শেষ পর্যন্ত মুখের কথাকে সত্যি করে বাড়ির আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দিল্লির কিশোরী।

এর আগে কোটায় বারবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের (JEE aspirant) আত্মহত্যার ঘটনায় বারবার শোরগোল হয়েছে। একমাস আগেও কোটায় বিহারের এক জয়েন্ট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এবারের ঘটনা দিল্লির (Delhi) জামিয়া নগরীর। আত্মহত্যার আগে সুইসাইড নোটে (suicide note) জয়েন্ট পরীক্ষার কথাই লিখেছে কিশোরী। ব্যর্থতার কথাও লিখেছেন তিনি।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে জয়েন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওই কিশোরী। একমাস আগে জয়েন্টের (JEE) ফল প্রকাশে আশানুরূপ ফল তিনি করতে পারেননি। সেই সময় থেকেই মানসিক অবসাদে ছিলেন বলে দাবি পরিবারের। আত্মহত্যার কথা বললেও তা যে সত্যি সত্যিই সে করতে পারেনি পরিবার। শেষ পর্যন্ত কিশোরীর মৃত্যুতে পরিবারের কোনও চাপ রয়েছে কি না তদন্তে পুলিশ।