Tuesday, November 4, 2025

পারো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র লাল-হলুদের

Date:

Share post:

ড্র দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। এদিন পারো এফসির সঙ্গে ২-২- গোলে ড্র করল অস্কার ব্রুজোর দল।

একে ব্যাপক ঠান্ডা, তার উপর কৃত্তিম ঘাসের মাঠ। পরপর হারের ধাক্কা কাটিয়ে ওঠাই যেখানে চিন্তার সেখানে ভুটানে গিয়ে প্রতিকুল পরিস্থিতির মুখে পড়তে হয় লাল-হলুদকে। তবে সেখান থেকে ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। শুরুতে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে না পারার পুরনো রোগ ভোগাল লাল-হলুদকে।

খেলার শুরুতে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন মাদিহ তালাল। সল ক্রেসপো ডানদিক থেকে উঠে এসে পেছনের দিকে ক্রস করেন। সেই বল ধরে গোল করেন ফরাসি মিডফিল্ডার। তবে সেই এগিয়ে থাকা খুব বেশি সময় স্থায়ী হয়নি। আট মিনিটেই সমতা ফেরায় ভুটানের দল। পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন প্রভাত লাকড়া। ওড়িশা এফসি-র বিরুদ্ধে লাল কার্ড দেখার পরেও তিনি যে বদলাননি তা ফের বোঝা গেল। স্পট কিক থেকে সমতা ফেরান উইলিয়াম ওপোকু। ১৮ মিনিটেই চোট পেয়ে বেরিয়ে যেতে হয় লাকড়াকে। তাঁর জায়গায় আসেন লালচুংনুঙ্গা।

প্রথমার্ধের একেবারে শেষে কাউন্টার অ্যাটাকে গোল করেন ইভান্স আসান্তে। গোল করার লক্ষ্যে সেই সময় গোটা ইস্টবেঙ্গল দল উঠে গিয়েছিল পারো এফসি-র অর্ধে। আবার ভুটানের এই ক্লাবের সমস্ত ফুটবলারই গোল খাওয়া ঠেকাতে নিজেদের অর্ধে ছিলেন। এমন অবস্থায় বল ধরে সোজা ইস্টবেঙ্গল গোলের দিকে ছুটতে থাকেন ইভান্স। বাধা দেওয়ার কেউই ছিল না। ২-১ গোলে এগিয়ে যায় ভুটানের ক্লাব। ৬৯ মিনিটে ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস বাড়ান নন্দাকুমার। ডিফেন্ডারদের বোকা বানিয়ে সোজা গোলে শট করেন দিয়ামান্টাকস। তবে বারবার সুযোগ নষ্ট করার খেসারত ফের দিতে হল ইস্টবেঙ্গলকে।

কড়া মার্কিং আর গোল করার দারুণ দক্ষতা পারো এফসিকে এক পয়েন্ট এনে দিল। উইলিয়াম ওপোকুরা যতবার উঠে এসেছেন ততবারই ত্রাসের সঞ্চার হয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্সে। আনোয়ার আলি গোলের সুযোগ নষ্ট করেন। বেশকিছু সুযোগ পেলেও গোল করতে পারেননি তালাল ও দিয়ামান্টাকস। তবে পরপর হারের পর, এই ড্র কিছুটা হলেও স্বস্তি দেবে অস্কার ব্রুজোর দলকে।

আরও পড়ুন- কিউইদের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ধাক্কা ভারতের

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...