Saturday, May 3, 2025

চার রাজ্যে ৩৩টি হোটেলে বোমাতঙ্ক! তালিকায় কলকাতার একাধিক হোটেল

Date:

Share post:

কয়েকদিন ধরেই বোমাতঙ্কের (Bomb Threats) ভুয়ো খবরে ব্যাহত স্বাভাবিক উড়ান (Airline) পরিষেবা। শনিবারও ৩৩টি প্লেনে বোমা রাখা আছে বলে ভুয়ো খবর আসে। ১৩ দিনে এই সংখ্যাটা প্রায় ৩০০ টিরও বেশি। আর এবার বিমানের পর একধিক হোটেলে বোমাতঙ্ক (Bomb Threats)। পশ্চিমবঙ্গের কলকাতা (Kolkata), অন্ধ্রপ্রদেশের তিরুপতি (Triupati), গুজরাটের রাজকোট (Rajkot) এবং উত্তরপ্রদেশের লখনউ (Lucknow) মিলিয়ে ৩৩টি হোটেলে (Hotel) হুমকি মেল যায় বলে খবর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলা পা রেখেছেন শনিবার রাতে। সেই দিনই কলকাতার ১০টি হোটেলে হুমকি মেল যায়। এর মধ্যে বেশিরভাগ হোটেলই স্টার ক্যাটাগরির। হুমকি মেল (Email) পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড (Bom Squad)। তবে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। কলকাতা পুলিশের (Kolkata Police) এক আধিকারিক বলেন, চলতি বছর স্কুলেও বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে এই ধরনের মেল পাঠানো হয়েছিল।

এর আগে তিরুপতির (Triupati) তিনটি হোটেলে হুমকি মেল পাঠানো হয়। গত দু’দিনে শহরের চারটি হোটেলকে টার্গেট করা হয়েছে। যদিও তদন্তে উঠে এসেছে সবকটি হুমকিই ভুয়ো। অন্যদিকে বোমাতঙ্কের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে। স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) পুলিশ ইন্সপেক্টর এসএম জাদেজা বলেন, গুজরাটের রাজকোটের (Rajkot) ১০ টি হোটেলে দুপুর ১টা দিকে ইমেইল আসে। পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড (বিডিএস) দিয়ে এই জায়গাগুলো তল্লাশি চালানো হয়। তবে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা তল্লাশি অভিযানের পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানান হয়েছে।

রবিবার এই তালিকায় সংযোজন উত্তরপ্রদেশ। লখনউয়ে (Lucknow) ১০টি বিলাসবহুল হোটেল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমলে করে সেই হুমকিবার্তা পাঠানো হয়। শুধু তা-ই নয়, হোটেল কর্তৃপক্ষগুলির কাছ থেকে ৫০ লক্ষ টাকাও দাবি করা সেই মেলে (Email)। টাকা না পেলে বোমায় উড়িয়ে দেওয়া হবে হোটেল বলে মন্তব্য করা হয় সেই ইমেলে। সেই খবর পেয়েই হোটেলগুলিতে পুলিশ এবং বম্ব স্কোয়াড এসে তল্লাশি শুরু করে। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি বলে দাবি পুলিশের।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানগুলিতে একের পর এক হুমকিবার্তা আসে। প্রতি দিনই কোনও না কোনও বিমানে হুমকিবার্তা পাঠানো হচ্ছে। যার জেরে পরিষেবাও ব্যাহত হচ্ছে। আর তার মাঝেই এবার একাধিক রাজ্যের প্রথম সারির হোটেলগুলিতে শুরু হয়েছে একের পর এক বোমাতঙ্কের (Bomb Threats) ভুয়ো ইমেল। ফলে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে।








spot_img

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...