সরকারি মঞ্চে ২০২৬-এর প্রচার! রাজ্য নেতৃত্বে ভরসা হারালেন অমিত, উঠছে প্রশ্ন

রাজ্য সভাপতি (state president) পদও খালি রয়েছে। ফলে এবার রাজ্য নেতৃত্বের উপর ভরসা না করে ব্যাটন নিজের হাতেই তুলে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহী সভা থেকে বিজেপি কর্মী সমর্থকরা উনির্বাচন নিয়ে বার্তা আশা করলেও তা নিয়ে কিছুই বললেন না বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড। রবিবার বনগাঁর স্থলবন্দরের (land port) উন্নয়নমূলক কর্মসূচি থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারের মধ্যে দিয়ে অমিত শাহ বোঝালেন রাজ্য নেতৃত্বের উপর তাঁর ভরসা নেই।

বনগাঁর পেট্রোপোল স্থলবন্দরকে (Petrapole land port) আন্তর্জাতিক গুরুত্ব দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের স্থল বন্দর কর্তৃপক্ষ। নতুন যাত্রী টার্মিনাল (passenger terminal) ও মৈত্রী দ্বারের উদ্বোধনে রবিবার বনগাঁ আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই অমিত শাহর দাবি, ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। কেন্দ্র সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন স্বরাষ্ট্র মন্ত্রীকে (Minister of Home and Affairs) রাজনৈতিক বক্তব্য রাখতে হল, তাও এমন নির্বাচন নিয়ে যা নিয়ে কোনও দামাম রাজ্যে এখনও বাজার কোনও সম্ভাবনাই নেই।

সম্প্রতি লোকসভা নির্বাচনে বাংলার ভরাডুবির পরে বারবার বাংলার বিজেপি নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। তারপরেও বিভিন্ন কর্মসূচিতে রাজ্য বিজেপির কোন্দল স্পষ্ট। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও যে কারণে বিজেপির এক ব্যক্তি এক পদ – নীতি মেনে নতুন রাজ্য সভাপতি  (state president) পদও খালি রয়েছে। ফলে এবার রাজ্য নেতৃত্বের উপর ভরসা না করে ব্যাটন নিজের হাতেই তুলে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Minister of Home and Affairs)।