টলিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি সুপারস্টার দেবের! 

বাংলা সিনেমাকে ‘আই লাভ ইউ’ বলা ছেলেটা আজ কিনা টলিউড থেকে একেবারে সোজা বলিউডে (Bollywood)! সুপারস্টার দেবের (Dev) একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আর তারপর থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। সাধারণত নিজের যাবতীয় কাজ কর্মের আপডেট সোশ্যাল মিডিয়া শেয়ার করেন ‘টেক্কা’ (Tekka) অভিনেতা। তা সে শুটিংয়ের মুহূর্ত হোক বা বেড়াতে যাওয়ার ঝলক। পুজোয় সুপারহিট ছবি উপহার দেওয়ার পর আপাতত মুম্বাইয়ে দেব (Dev) । ‘হ্যালো মুম্বই’ ক্যাপশনে ছবি পোস্ট করতেই জল্পনা, তাহলে কি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউডের ‘প্রধান’ অভিনেতা?

অভিনেতা প্রযোজকের ঝুলিতে রয়েছে ‘খাদান’, ‘রঘু ডাকাত’ এবং ‘প্রতীক্ষা’র মতো সিনেমা। তাই তিনি এখন চূড়ান্ত ব্যস্ত। অন্য কোনও দিকে তাকানোর সময় নেই। অথচ মুম্বইয়ে শুটিং করার খবর ছড়িয়ে পড়তে খুব একটু বেশি দেরি হয়নি। আসলে সিনেমা নয় বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই মায়ানগরীতে গেছেন বাংলার তারকা সাংসদ। শোনা গিয়েছে, একটি ঠান্ডা পানীয় বিজ্ঞাপন করতেই দেব (Dev ) গিয়েছেন মুম্বই। সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবির ক্যাপশনে সেই ঠান্ডা পানীয়র সংস্থার পেজকেও ট্যাগও করেছেন তিনি।