শহরে আসছেন ‘ভুলভুলাইয়া’র মঞ্জুলিকা, বিদ্যাকে পাশে নিয়ে কলকাতায় কার্তিক!

কলকাতার সঙ্গে অভিনেত্রী বিদ্যা বালানের (Vidya Balan) সম্পর্ক বরাবরই স্পেশাল। তা সে ‘পরিণীতা’ হোক বা ‘কাহানি’, অভিনেত্রীর এই শহরের প্রতি ভালবাসার কথা তাঁর অনুরাগীরা খুব ভাল করেই জানেন। এবার বলিউডি ‘ভুলভুলাইয়া’র বঙ্গ কানেকশনকে আরও জোরালো করতে সোমবার কলকাতায় আসছেন বিদ্যা। আর মঞ্জুলিকা যেখানে ‘রুহ বাবা’কে (কার্তিক আরিয়ান) তো সেখানে থাকতেই হয়। তাই সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে মহানগরীতে তারকার হাট। শোনা যাচ্ছে আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া à§©’- এর (BhoolBhulaiya 3) প্রমোশনে দুই সুপারস্টার বিদ্যা বালান এবং কার্তিক আরিয়াননের (Vidya Balan & Kartik Aryan) কলকাতা সফর।

দিওয়ালি (Diwali) আর বলিউডের মধ্যে একটা আলাদা যোগ সূত্র রয়েছে। এই কারণেই তারকারা হাইভোল্টেজ ছবি মুক্তির সময় হিসেবে এই মরসুমকে বেছে নেন। এবছর মুক্তি পাচ্ছে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এবারের অন্যতম আকর্ষণ মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) উপস্থিতি। ইতিমধ্যেই ছবির একটি গান প্রকাশ্যে এসেছে যেখানে বলিউডের ‘ধক ধক’ গার্লকে ‘কাহানি’ অভিনেত্রী সঙ্গে এক ফ্রেমে ক্লাসিক্যাল নাচের পারফরম্যান্স করতে দেখে মুগ্ধ অনুরাগীরা। পাশাপাশি বিখ্যাত ‘আমি যে তোমার’ গানে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সুরেলা কণ্ঠে বেশ কিছু নতুন সংযোজন সবার মন জয় করেছে। উপরি পাওনা সোনু নিগমের গলায় এই গানের বিশেষ ভার্সন। সবমিলিয়ে ছবি ঘিরে উন্মাদনা বাড়ছে আর তারই অংশ হিসেবে কলকাতার মানুষকে একত্রিত করতেই সিনেমার প্রমোশনে সোমবার শহরে আসছেন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান (Vidya Balan & Kartik Aryan)।