Sunday, November 9, 2025

তরুণী সাংবাদিকের শ্লীলতাহানি! অভিযুক্ত প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য

Date:

বাম আমলে রাজ্যে নারীর সম্মান ঠিক কোন স্থানে রেখেছিলেন সিপিআইএম (CPIM) নেতারা তার পর্দাফাঁস করলেন তরুণী সাংবাদিক। আর জি করের ঘটনার নারীর সম্মান নিয়ে প্রশ্ন তোলা বামেদের মুখে যে আদৌ সেসব কথা মানায় না তার প্রমাণ রাখলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। সাক্ষাৎকার নিতে গিয়ে যেভাবে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তরুণী সাংবাদিককে, তার পরেও কী মুখে কুলুপ এঁটে থাকবেন ধোপদুরস্ত ধুতি-আঁটা বামনেতারা, প্রশ্ন নির্যাতিতা তরুণীর। সোশ্যাল মিডিয়ায় লাইভে (social media live) গোটা বিষয়টি তুলে ধরার পর শাসকদলের দাবি বিষয়টি নিয়ে তদন্ত হোক।

দমদম উত্তর (Dumdum North) কেন্দ্রের প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তরুণী সাংবাদিক অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই হাত ধরে বা শরীরে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক। তবে রবিবার সকালে তাঁর সাক্ষাৎকার (interview) নিতে গেলে তন্ময় সব সীমা অতিক্রম করে যান। নির্যাতিতার দাবি চিত্র সাংবাদিক তন্ময়কে বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার সময় তিনি সরাসরি তরুণীর কোলে বসে পড়েন।

গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে পড়ে যাওয়া তরুণী শেষ পর্যন্ত নিজের সংস্থার সমর্থনে সোশ্যাল মিডিয়া লাইভ করে গোটা ঘটনা জানান। সেই সঙ্গে স্পষ্টভাবে তন্ময়কে পোটেনশিয়াল রেপিস্ট (potential rapist) দাবি করেন তিনি। বামেদের সাদা ধুতিতে এভাবে কালির দাগ লাগার পরেও তাঁরা পদক্ষেপ নেবেন কি না প্রশ্ন, নির্যাতিতার।

বারবার রাজ্যের নারীর সম্মানে এগিয়ে আসা শাসকদলের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই এই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, “তদন্ত হোক। সত্যি হলে সিপিআইএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করুক পুলিশ। সিপিএম কী বলবে? মুখে কুলুপ?”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version