কিউইদের কাছে ম্যাচ হারতেই গম্ভীরকে বিশেষ বার্তা শাস্ত্রীর

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতেই ভারতীয় ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে বিশেষ বার্তা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। বললেন, গম্ভীরকে এখনও শিখতে হবে।

গতকাল পুণেতে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচ হারতেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এরপরই গম্ভীরের উদ্দেশে শাস্ত্রী বলেন,” নিউজিল্যান্ড ভারতকে দুটো টেস্টে সহজেই হারিয়েছে। সেটা চিন্তার বিষয়। গম্ভীর সদ্য দায়িত্ব নিয়েছে। ভারতীয় দলের কোচের কাজটা একেবারেই সহজ নয়। তবে কোচ হিসাবে সবে ওর সফর শুরু হল। কিন্তু আশা করি, ও দ্রুত শিখে নেবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দুই টেস্টে হারে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এই প্রথমবার কিউয়িদের কাছে টেস্ট সিরিজে পরাজয়। যার ফলে ১২ বছর পর দেশে সিরিজ হারের লজ্জার মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন- মুখ খুললেন শামি, অজিদের বিরুদ্ধে সুযোগ না পেয়ে কী বললেন তিনি?