Wednesday, November 26, 2025

জনপ্রিয় হওয়ার নেশা! বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেফতার যুবকের তাজ্জব যুক্তি

Date:

Share post:

একের পর এক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমানে (Airline) বোমাতঙ্ক (Bomb Threats) ছড়ানোর ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছিল কেন্দ্রের প্রশাসন। ১৪ অক্টোবর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭৫টি বিমানে (Airline) বোমাতঙ্ক ছড়িয়েছে। সেই আবহে শনিবার বোমাতঙ্ক ছড়ানোর অপরাধে আরও এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির উত্তম নগর (Uttam Nagar) এলাকার বাসিন্দা শুভম উপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। কেন এমন কাজ করলেন তিনি? এই প্রশ্নের উত্তরে শুভমেরর কথা শুনে তাজ্জব তদন্তকারীরা। অভিযুক্ত যুবক জানিয়েছেন, রাতারাতি জনপ্রিয় হতে নতুন খেলায় নামেন বেকার এই যুবক!

গত কয়েক সপ্তাহ ধরেই বিমানে বোমাতঙ্ক (Bomb Threats) ছড়িয়ে পড়ছিল। বেশির ভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে, যার জেরে একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। পরে দেখা গিয়েছে, সবই ভুয়ো বোমাতঙ্ক। এর আগে ভুয়ো খবর ছড়ানোর দায়ে মুম্বই (Mumbai) পুলিশ ১৭ বছরের নাবালককে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুকে ফাঁসানোর জন্য পরপর বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল ওই নাবালক। আর দিল্লির এই যুবক চেয়েছিল ‘অ্যাটেনশন’! সম্প্রতি একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ানো সম্পর্কে টিভিতে যে খবর দেখানো হচ্ছে, তা দেখেই অভিযুক্ত যুবক পরিকল্পনা করেছিলেন।

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের (Delhi Indira Gandhi Airport) ডিসিপি (DSP) ঊষা রঙ্গানি সংবাদমাধ্যম জানিয়েছেন, “শুভম সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। মজার ছলেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। মূলত ‘প্র্যাঙ্ক’ হিসাবে পোস্ট করতে গিয়ে বিপদ ডেকে আনেন শুভম। অভিযুক্ত যুবক জানিয়েছেন, টিভি দেখেই প্রথম বোমাতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করেছিলেন তিনি! তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারা তাঁর বিরুদ্ধে অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।”

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...