সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, নভেম্বরেরই শুরু বিশেষ প্রশিক্ষণ!

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে এবার নয়া কর্মসূচির পথে কলকাতা পুলিশ (Kolkata Police)। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনার পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা। সুপ্রিম কোর্টের গত শুনানিতেও এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এবার সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য (Government of West Bengal)। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ২১ দিনের নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার (Lalbazar)।

কলকাতা পুলিশ জানিয়েছে, প্রথম দফায় ১৬০ জন সিভিককে পুলিশ ট্রেনিং স্কুলে ৪ নভেম্বর থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য আগামী ২৮ অক্টোবরের (সোমবার) মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। প্রথম দফায় ১৬০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন। এরপর ধাপে ধাপে সকলকেই ট্রেনিং দেওয়া শুরু হবে বলে লালবাজার সূত্রে খবর মিলেছে।