Thursday, January 29, 2026

ইরান-ইজরায়েল সংঘাত: আসরে নেমে বিরতি চাইছে আমেরিকা!

Date:

Share post:

শনিবারও মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠেছিল তেহরান (Tehran)। পয়লা অক্টোবর ইরানের (Iran) হামলার প্রতিশোধ নিতেই পাল্টা জবাব বলে দাবি করেছিল ইজরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) । এই এয়ার স্ট্রাইকে এফ থার্টিফাইভ (F 35) ফাইটার জেট ব্যবহার করে প্রায় ২০০০ কিলোমিটার দূর থেকে এই অভিযান চালান হয়। এরপর, এর পাল্টা জবাব দিতে ইরানি সেনাও প্রস্তুত বলে জানানো হয়েছিল। তবে এখন আর ইরানের পাল্টা হামলা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র (United States)। খুব দ্রুত ইরানে হামলা সমাপ্তির ইসরায়েলি (Israel) ঘোষণার পর যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছে। হামলার পর মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরান-ইসরায়েল বিমান হামলার চক্র এখানেই শেষ হওয়া উচিত। অন্যদিকে এমনই আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট (U.S.President) জো বাইডেন। তিনি (Joe Biden) বলেন, “আমি আশা করি এটাই শেষ।” খবর দ্য গার্ডিয়ানের (The Gurdian)।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। তবে এই হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IIA) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও (Rafael Grossi)। এদিকে রাষ্ট্রসংঘের (UN) পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরানের সামরিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। তবে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি। যদিও এর আগে ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ (IDF) জানায়, তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

তবে এবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিচ্ছে আমেরিকা (United States)। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে শনিবারের হামলা নিয়ে কথা বলেছেন। তারপর অস্টিন বলেন, “পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে কূটনীতি ব্যবহার করার অনেক সুযোগ রয়েছে। আমি সেগুলির উপরে জোর দিতে চাইছি। গাজা থেকে যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া, যুদ্ধবিরতি ঘোষণা করা এবং ইজরায়েল-লেবানন সীমান্তে সাধারণ মানুষকে নিরাপদে বাড়ি ফেরার অনুমতি দেওয়ার মতো সুযোগগুলি ব্যবহার করা উচিত।” পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেন, “আমি আশা করি এটাই শেষ।” ইরান-ইজরায়েল উত্তেজনায় চাপা পড়ে যাওয়া গাজা যুদ্ধবিরতি আলোচনা বাইডেন প্রশাসন পুনরুজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান তিনি।

spot_img

Related articles

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...