Friday, August 22, 2025

থানায় হাজিরা শ্লীলতাহানিতে অভিযুক্ত তন্ময়ের, গ্রেফতারের দাবি জানিয়ে CPIM-এর সাসপেনশনকে কটাক্ষ কুণালের

Date:

শ্লীলতাহানির অভিযোগে বরাহনগর থানায় ডেকে পাঠানো হল প্রাক্তন CPIM বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। সোমবার, সেখানে হাজিরা দেন সিপিআইএম-এর সাসপেন্ডেড নেতা তন্ময়। তবে, তাঁকে সাসপেন্ড করাকে নাটক বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তন্ময়কে গ্রেফতারের দাবি জানান তিনি।মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে মুখ বাঁচাতে এবার তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল CPIM। যদিও এই ধরনের নিম্নমানের ‘রসিকতা’ (তন্ময়ের কথা অনুযায়ী) তিনি এর আগেও অনেকবার করেছেন। তবে বিষয়টি এতদিন ধামাচাপা থাকায় আলিমুদ্দিন স্ট্রিটও আমল দেয়নি। কিন্তু এবার মহিলা সাংবাদিকের প্রকাশ্য বিবৃতিতে চাপে পড়েছেন কমরেড সেলিমরা। ফলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, সিপিএম এই ঘটনাকে কোনও ভাবেই সমর্থন করে না এবং তন্ময় ভট্টাচার্যকে (Tanmoy Bhattacharjee) সাসপেন্ড করা হল।রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে শাসকদলকে নিশানা করা সিপিআইএম নেতার বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ। প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন তরুণী সাংবাদিক। দমদম উত্তরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তরুণী সাংবাদিক অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই হাত ধরে বা শরীরে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক। তবে রবিবার সকালে তাঁর সাক্ষাৎকার নিতে গেলে তন্ময় সব সীমা অতিক্রম করে যান। নির্যাতিতার দাবি চিত্র সাংবাদিক তন্ময়কে বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার সময় তিনি সরাসরি তরুণীর কোলে বসে পড়েন।

গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে পড়ে যাওয়া তরুণী শেষ পর্যন্ত নিজের সংস্থার সমর্থনে সোশ্যাল মিডিয়া লাইভ করে গোটা ঘটনা জানান। সেই সঙ্গে স্পষ্টভাবে তন্ময়কে পোটেনশিয়াল রেপিস্ট দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠায় মুখ বাঁচাতে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। রবিবার সন্ধেয় ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিপিআইএম-এর অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবে। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। তদন্ত কমিটির প্রস্তাব অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।

এই ঘটনার তীব্র নিন্দা করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, তন্ময়কে সাসপেন্ড করাটা নাটক। এই প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে বৌবাজার বিস্ফোরণের উল্লেখ করে তৃণমূল নেতা বলেন, সেই সময় সিপিআইএম ৬জনকে সাসপেন্ড করেছিল। তদন্ত করেছিল অভ্যন্তরীণ কমিটি। কিন্তু কারও বিরুদ্ধে কোনও কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলি একেবারেই আই ওয়াশ। তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করে তদন্ত করার দাবি জানান তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ।

রবিবারের পর সোমবার আবার তন্ময়কে তলব করে বরাহনগর থানার পুলিশ। এদিন এক দলীয় সমর্থকের বাইকে চড়ে থানায় যান তন্ময়। তবে, সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দিতে চাননি তিনি।







Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version