অনিকেতদের অভিযোগ মিথ্যে বলে দাবি করে পাল্টা আত্মপ্রকাশ করেছে West Bengal Junior Doctors’ Association। এবার তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে এবার মুখ্যসচিবকে চিঠি দিল WBJDA। সেই দাবিগুলির মধ্যে প্রধান হল তিলোত্তমার দ্রুত বিচার এবং দোষী বা দোষীদের চরমতম শাস্তি। একই সঙ্গে কী পরিস্থিতিতে, কেন এই সংগঠন তৈরি হল সেটাও লেখা আছে।
•হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন
•চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা
•মেডিক্যাল কলেজ-সহ সব কলেজেই থ্রেট কালচার বন্ধ
•তিলোত্তমা/অভয়ার নামে টাকা তোলা বন্ধ ও সে বিষয়ে তদন্ত
•কোন এক পক্ষের কথা শুনে কলেজ কর্তৃপক্ষের একপেশে সিদ্ধান্ত না নেওয়া
এর পাশাপাশি যে কোন কমিটি তৈরিতে জুনিয়র ডক্টর ফ্রন্ট এর পাশাপাশি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদেরও রাখার দাবি জানানো হয়েছে এই চিঠিতে। এই চিঠির কপি স্বাস্থ্যভবন, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা দফতরে পাঠানো হয়েছে।