Tuesday, August 26, 2025

তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে এবার মুখ্যসচিবকে চিঠি WBJDA-র

Date:

অনিকেতদের অভিযোগ মিথ্যে বলে দাবি করে পাল্টা আত্মপ্রকাশ করেছে West Bengal Junior Doctors’ Association। এবার তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে এবার মুখ্যসচিবকে চিঠি দিল WBJDA। সেই দাবিগুলির মধ্যে প্রধান হল তিলোত্তমার দ্রুত বিচার এবং দোষী বা দোষীদের চরমতম শাস্তি। একই সঙ্গে কী পরিস্থিতিতে, কেন এই সংগঠন তৈরি হল সেটাও লেখা আছে।WBJDA-র তরফে আহ্বায়ক প্রণয় মাইতি ও শ্রীশ চক্রবর্তী তরফে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়েছে, যে বিচারের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল তার রাজনীতিকরণ হয়ে গিয়েছে। তিলোত্তমার বিচারের দাবি যে এখন আর জুনিয়র ডক্টর ফ্রন্টস-এর মূল বিষয় নয়, সেটা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই প্রকাশ পায়। তবে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তিলোত্তমার ঘটনায় দোষীদের চরমতম শাস্তির দাবিকেই এক নম্বরে রেখেছে। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে,
•হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন
•চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা
•মেডিক্যাল কলেজ-সহ সব কলেজেই থ্রেট কালচার বন্ধ
•তিলোত্তমা/অভয়ার নামে টাকা তোলা বন্ধ ও সে বিষয়ে তদন্ত
•কোন এক পক্ষের কথা শুনে কলেজ কর্তৃপক্ষের একপেশে সিদ্ধান্ত না নেওয়াসবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ঠিকানা নিয়ে। এই ঠিকানা হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাস কেবি হস্টেলের ৩২ নম্বর রুম। WBJDA তাদের চিঠিতে এই প্রসঙ্গ উল্লেখ করে দাবি জানিয়েছে যে কারণে, WBJDF-কে R.G Kar Medical College-এর KB হোস্টেলের রুম নং: 32 হিসাবে সোসাইটি অ্যাক্টের অধীনে সরকারিভাবে নিবন্ধন করেছে, তাদের জন্য একটি ঘর বরাদ্দ করা হোক। যদি WBJDA-র দাবি পূরণ না হয় তাহলে, WBJDF-এর অফিসিয়াল রেজিস্ট্রেশনের জন্য KB হোস্টেলের রুম নং: 32-এর বরাদ্দ সেই অনুযায়ী বাতিল করতে হবে।

এর পাশাপাশি যে কোন কমিটি তৈরিতে জুনিয়র ডক্টর ফ্রন্ট এর পাশাপাশি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদেরও রাখার দাবি জানানো হয়েছে এই চিঠিতে। এই চিঠির কপি স্বাস্থ্যভবন, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা দফতরে পাঠানো হয়েছে।







Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version