Wednesday, November 5, 2025

WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত, একতরফা সিদ্ধান্ত বন্ধ: দাবিতে সরব WBJDA

Date:

অনিকেত-দেবাশিসদের ‘হুমকি’র পাল্টা সংগঠন WBJDA আত্মপ্রকাশের পরেই সমানাধিকারের দাবিতে সরব। তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে WBJDA। আর সেখানেই WBJDF-এর সদস্যরা যে কমিটিগুলিতে আছে, সেই কমিটিতে তাদেরও রাখতে হবে এবং যে সুবিধা জুনিয়র ডক্টরস ফ্রন্ট পায় সেই একই সুযোগ তাঁদের দেওয়ার দাবি জানিয়েছেন WBJDA-এর শ্রীশ, প্রণয়, অরিত্ররা। WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে একতরফা সিদ্ধান্ত নিয়ে কোনো মেডিক্যাল কলেজে কাউকে শাস্তি দেওয়া যাবে না বলেও দাবি জানিয়েছেন তাঁরা।আট দফা দাবি সম্বলিত এই চিঠিতে অতিগুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট রয়েছে।
WBJDA-এর অভিযোগ, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সম্প্রতি কয়েকজন মানুষের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ভিত্তিহীন একতরফা সুপারিশে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবার ঘটে তবে সেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এমএসভিপি বা ইনস্টিটিউটের সমস্ত সরকারি আধিকারিক যাঁরা এই ধরনের পক্ষপাতমূলক, প্রতিশোধমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত তাঁদের সেই বিরুদ্ধে তদন্ত করতে হবে।

তিলোত্তমা/অভয়ার নামে টাকা তোলা বন্ধ ও সে বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।

কলেজ এবং রাজ্য স্তরের অফিসিয়াল কমিটি-সহ টাস্ক ফোর্স, আরকেএস, অন্যান্যদের সমান অনুপাতে WBJDA -এর অংশগ্রহণ করতে দিতে হবে।সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ঠিকানা নিয়ে। এই ঠিকানা হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাস কেবি হস্টেলের ৩২ নম্বর রুম। WBJDA তাদের চিঠিতে এই প্রসঙ্গ উল্লেখ করে দাবি জানিয়েছে যে কারণে, WBJDF-কে R.G Kar Medical College-এর KB হোস্টেলের রুম নং: ৩২ সোসাইটি অ্যাক্টের অধীনে সরকারিভাবে নিবন্ধন করেছে, তাদের জন্য একটি ঘর বরাদ্দ করা হোক।  যদি WBJDA-র দাবি পূরণ না হয় তাহলে, WBJDF-এর অফিসিয়াল রেজিস্ট্রেশনের জন্য KB হোস্টেলের রুম নং: ৩২-এর বরাদ্দ বাতিল করতে হবে। WBJDF-এর মতো বিশেষ সুযোগ-সুবিধা দিতে হবে WBJDA-কেও।







Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version