গত মরশুমে কেন চেন্নাইয়ের হয়ে আট নম্বরে নামতেন মাহি ? জানালেন নিজেই

0
1

জল্পনার অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিয়েছেন আসন্ন আইপিএল-এ খেলবেন তিনি। তবে গত আইপিএল-এ দেখা গিয়েছে, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে তাঁর নাম থাকত আট নম্বরে। সব ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি ধোনি। বেশ কিছু ম্যাচে দু’তিন বলের বেশি খেলতে পারেননি প্রাক্তন সিএসকে অধিনায়ক। কেন আট নম্বরে নামতেন ধোনি ? সেই নিয়ে এবার মুখ খুললেন মাহি নিজেই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ধোনি বলেন ,” আমর ভাবনাটা খুব সাধারণ। অন্যেরা যদি নিজেদের কাজ ঠিক মতো করতে পারে, তাহলে আমার উপরের দিকে নামার দরকার কী? গত মরশুমের কথা বললে বলব, আইপিএলের পরই টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন ছিল। আমাদের দলের যাদের ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, আমরা তাদের বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। যেমন রবীন্দ্র জাদেজা, শিবম দুবেদের সুযোগ দিতে চেয়েছিলাম। যাতে ওরা বিশ্বকাপের দলে থাকার যোগ্যতা প্রমাণ করতে পারে।“

এরপরই মাহি আরও বলেন, “ ‘আমার আর পাওয়ার কিছু নেই। আমি তো আর জাতীয় দলে নির্বাচিত হব না। তাই এখন তরুণদের পিছনে থাকতেই ভাল লাগে। আমার এই মনোভাবে দলও খুশি। তাই কোনও সমস্যা নেই।“

আরও পড়ুন- পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন